চাকরি নিয়ে বিদেশ যেতে চান? জেনে নিন প্রয়োজনীয় সব তথ্য।(Want to go abroad with a job? Know the necessary information.)
Description
আপনি যদি বিদেশে গিয়ে নিজের ভাগ্যের চাকা ঘোরানোর চিন্তা করে থাকেন, সেটি অস্বাভাবিক কিছু নয়। তবে আপনার অভিবাসন যেন অবশ্যই নিরাপদ হয়। আর সে কারণেই বিদেশে যাওয়ার আগে কিছু তথ্য জেনে রাখা দরকার। অন্যথায় প্রতারণার শিকার কিংবা বিপদে পড়ার আশঙ্কা থাকে। যাঁরা চাকরি নিয়ে বিদেশে যান তাঁরা সাধারণত সুনির্দিষ্ট সময় পর চলে আসেন। জটিলতা আর দালাল এড়িয়ে একজন মানুষের স্বল্প খরচে বিদেশে যাওয়া, নিরাপদে সেই দেশে পৌঁছানো, ঠিকমতো কাজ পাওয়া এবং ভালোভাবে আবার দেশে ফিরে আসাই নিরাপদ অভিবাসন। এই ভিডিওতে আমরা চাকুরী নিয়ে বিদেশে যাবার আগে কিছু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবো। যেমন, আপনি সরকারের বৈধ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই বিদেশে যাচ্ছেন কি না? কোন দেশে যাচ্ছেন, কত টাকা বেতনে? খরচের সেই টাকা কত দিনে তুলতে পারবেন? এবং তার সাথে প্রয়োজনীয় কিছু নম্বর ও ঠিকানা।