সিলেট পৌরসভা গঠিত হয় ১৭৭৮ সালে এবং সিটি করপোরেশনে উন্নীত করা হয় ২৮ জুলাই ২০০২ সালে। সিলেট সিটি করপোরেশন আয়তন: ২৬.৫০ বর্গ কিমি। সীমানা: উত্তরে সিলেট সদর উপজেলা, দক্ষিণে দক্ষিণ সুরমা উপজেলা, পূর্বে সিলেট সদর উপজেলা, পশ্চিমে দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলা ।
মোট ওয়ার্ড সংখ্যাঃ ২৭, মোট সংরক্ষিত ওয়ার্ড সংখ্যাঃ ৯
মোট ভোটার সংখ্যাঃ ৩২১৭৩২, পুরুষ ভোটারঃ ১৭১৪৪৪, মহিলা ভোটারঃ ১৫০২৮৮ (উৎসঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮)
সিলেট সিটি কর্পোরেশন মোট জনসংখ্যাঃ ৪৮৫১৩৮, পুরুষঃ ২৬০৬৫৬ এবং মহিলাঃ ২২৪৪৮২। মুসলিমঃ ৮৭.১৫%, হিন্দুঃ ১২.৬৩%, খ্রিস্টানঃ ০.০৯%, বৌদ্ধঃ ০.০৬%, অন্যান্যঃ ০.০৭% (সূত্রঃ আদমশুমারি রিপোর্ট ২০১১,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
শিক্ষার হার : ৬৭.৪৬%, পুরুষঃ ৭০.৬২% এবং মহিলাঃ ৬৩.৮০%
(সূত্রঃ পপুলেশন এন্ড হাউজিং সেন্সাস, National Report Volume-03: Urban Area Rport, 2011)
প্রধান নদী: সুরমা।
সিলেটের ইতিহাসঃ সিলেট একটি প্রাচীন জনপদ। চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর ৬৪০ খ্রিষ্টাব্দের ভ্রমণ বিবরণী থেকে এ জেলা সম্পর্কে তথ্য পাওয়া যায়। দশম শতাব্দীতে মহারাজা শ্রীচন্দ্র কর্তৃক উৎকীর্ণ পশ্চিমভাগ তাম্রলিপি থেকে জানা যায় যে, তিনি এ জেলা জয় করেছিলেন। ঐতিহাসিকদের ধারণা সিলেট বা শ্রীহট্ট বহু আগে থেকেই একটি উলেস্নখযোগ্য বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ১৪ শতকে ইয়েমেনের হযরত শাহজালাল (র.) সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরম্ন করেন। তাছাড়া মুঘলদের সাথে যুদ্ধ, নানকার বিদ্রোহ, ভাষা আন্দোলন সর্বোপরি মুক্তিযুদ্ধে এ জেলার অবদান অপরিসীম।
বিখ্যাত মুসলিম পরিব্রাজক আল-বিরম্ননী তাঁর ‘কিতাবুল হিন্দ’ নামক গ্রন্থে সিলেটকে সিলাহট নামে উলেস্নখ করেন। বহু প্রাচীনকাল থেকেই এ জেলা শ্রীহট্ট নামে পরিচিত ছিল, হিন্দু পৌরাণিক অনুসারে ‘শ্রী’ অর্থ ‘প্রাচুয’র্ বা ‘সৌন্দর্য’ এবং হসত্ম অর্থ ‘হাত’। যেখানে শ্রী এর হসত্ম পাওয়া গিয়েছিল তাই শ্রীহস্থ, যা কালের বিবর্তনে শ্রীহট্ট নাম ধারণ করেছে। আরো একটি শ্রম্নতি, পাথরকে শীলা বলা হয় এবং পাথরের প্রাচুর্য্যের কারণে এ এলাকাকে সিলেট বলা হয়। সিলেট শব্দের অনুসর্গ সিল মানে শীল এবং উপসর্গ হেট মানে হাট অর্থাৎ বাজার। প্রাচীনকাল হতে এ জেলা পাথর (শীল) ও হাটের (ব্যবসা ও বানিজ্যের) প্রাধান্য ছিল বলে ‘শীল’ ও ‘হাট’ শব্দদ্বয় মিলে সিলেট শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন।
সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়। ১৮৭৪ সাল পর্যন্ত এ জেলা ঢাকা বিভাগের অমত্মর্ভূক্ত ছিল। ঐ বছরই সিলেটকে নবসৃষ্ট আসাম প্রদেশের অমত্মর্ভূক্ত করা হয়। দেশ ভাগের সময় ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেট জেলা তৎকালীন পূর্ব পাকিসত্মানের অমত্মর্গত হয়। সিলেট জেলা তখন চট্টগ্রাম বিভাগের আওতাধীন ছিল। ১৯৮৩-৮৪ সালে বৃহত্তর সিলেট জেলাকে ৪টি নতুন জেলায় বিভক্ত করা হয় এবং ১৯৯৫ সালের ১ আগস্ট সিলেট বিভাগের সৃষ্টি হয়।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time