স্বাস্থ্য প্রযুক্তির যুগোপযোগী বিস্তার ও ব্যবহারের লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ার মানসিকতা নিয়ে সাইক এডুকেশন সোসাইটির অধীনে পরিচালিত সাইক মেডিকেল ইনস্টিটিউট ২০০৫ সালে মাত্র ২টি টেকনোলজি নিয়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রথম বছরেই SIMT অনুমোদিত আসন সংখ্যার সবকটিতে ছাত্র-ছাত্রী ভর্তি করতে সক্ষম হয়। পরবর্তীতে ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষ থেকে পর্যায়ক্রমে, টেকনোলজি ও আসন সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে ২০১৩-১৪ শিক্ষাবের্ষ এসে ১১টি বিভাগ ও ৭৭৯টি আসনে উন্নীত হয় এবং অনুমোদিত সকল আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করতে সক্ষম হয়।এই সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু হাসনাত মোঃ ইয়াহিয়া ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী সোহেলী ইয়াছমিন। এই Society এর অধীনে ঢাকা সহ আরও ৬টি জেলাতে ৪টি পলিটেকনিক, ১টি মেরিন একাডেমী, ৬টি ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট, ৬টি IHT, ৬টি MATS, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Sc in Heath Technology, বগুড়ায় ৬০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক ল্যাব এবং ঢাকায় ১টি ডায়াগনস্টিক ল্যাব রয়েছে।দক্ষ ও যোগ্য চিকিৎসা প্রযুক্তিবিদ (টেকনোলজিস্ট) তৈরির লক্ষ্যে SIMT তে Diploma in Medical Technology কোর্স চালু করা হয়েছে। এই লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি বিভাগে Theory Class এর সাথে সাথে Practical Class এবং ক্লিনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। ল্যাব ক্লাস গুলো সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজানীয় সকল Laboratory তৈরী করার পাশাপাশি দক্ষ টেকনোলজিস্ট, অভিজ্ঞতা সম্পন্ন MBBS ডাক্তার, নার্স ডেন্টিস্টি ও ফিজিও থেরাপিস্ট নিয়োগ করা হয়েছে। Miploma Medical কোর্স সম্পনের পর প্রত্যেক ছাত্র-ছাত্রীর কর্মসংস্থানের লক্ষ্যে সরকারী হাসপাতালে ফিল্ড ট্রেনিং এর ব্যবস্থা সহ Placement Cell এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কলেজের বহিঃবিভাগ ও আমাদের নিজস্ব সাইক ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে হাতে কলমে কাজ শেখার সুযোগ রয়েছে। এই শিক্ষালব্ধ জ্ঞান পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে সেবা প্রদান করে উন্নত স্বাস্থ্য সেবার বিষয়টি নিশ্চিত করবে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
Saic Institute of Medical Technology (Flyer)