Senior Content Writer: Entry Requirements, Salary Standards & Other Benefits

Senior Content Writer: Entry Requirements, Salary Standards & Other Benefits


Updated: Sun 30 Oct 2022 19:52:54

Share On

The report concentrates on the Senior Content Writer position at any private company in Bangladesh. The purpose of this report is to make candidates, who seek a job for the position of Senior Content Writer, aware of the following things: entry requirements, salary standards and other benefits. To prepare the report, we relied on the job circulars posted on 21 job portals in Bangladesh.

 

Entry Requirements

 

This section brings approximately the common entry requirements found in all the existing job circulars for the Senior Content Writer position

 

Academic qualifications: Bachelor of Arts (BA) in English/Bachelor of Science (BSc) in Computer Science & Engineering/Bachelor's degree in Communications, Marketing, Journalism, or related field
Skills required: Article Writing, Content Writing, Copywriter, News Editing, Creative Content Writing, Technical Writing, Manual Writing, etc.
Preferred age: Age at least 24 years
Employment type: Full Time
Experience requirements: Typically 2 years of experience in the relevant field
Work at the office

Some additional entry requirements that vary from one company to another are placed here—

 

  • The applicants should have experience in the following business area(s): Advertising Agency, Design/Printing/Publishing, Newspaper/Magazine, Software Company
  • Both males and females are allowed to apply
  • Applicants must have experience in tech writing
  • Proven content writing or copywriting experience
  • Working knowledge of content management systems
  • Proficient in all Microsoft Office applications
  • A portfolio of published articles
  • Excellent writing and editing skills
  • The ability to work in a fast-paced environment
  • The ability to handle multiple projects concurrently
  • Effective communication skills

 

Salary Standards

 

For most of the circulars, the salary is negotiable. 

 

Other Benefits

 

Some of the common benefits are outlined in this section:
T/A, Mobile bill, Credit card 
Weekly 2 holidays
Insurance
Tour allowance
Medical allowance
Performance bonus
Provident fund, Gratuity
Lunch Facilities: Partially subsidized
Salary Review: Half yearly
Festival Bonus: 2

 

The report aims to assist people who are aspiring to start a career as a Senior Content Writer. The information we present here is based on all the existing job circulars posted in various job portals. The goal of MAWbiz.com is to ensure that candidates are well aware of the market rates for salary and benefits so they can ensure that they are not getting underpaid. Also, we believe this provides an overall guideline that anyone can use to prepare themselves for a successful career in Content Writing.


এই প্রতিবেদনটি মূলত সেইসব প্রার্থীদের উদ্দেশ্যে তৈরী, যারা সিনিয়র কনটেন্ট রাইটার হিসেবে বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন। নিচের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকলে এই চাকুরী ক্ষেত্রটিতে আবেদন করা দ্রুত এবং বেশ সহজ হবে।

 

আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ

 

প্রাতিষ্ঠানিক যোগ্যতা: ইংরেজিতে স্নাতক ডিগ্রি, বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি, বা যোগাযোগ, বিপণন, সাংবাদিকতা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি।
প্রয়োজনীয় দক্ষতা: আর্টিকেল রাইটিং, কনটেন্ট রাইটিং, কপিরাইটার, নিউজ এডিটিং, ক্রিয়েটিভ কনটেন্ট রাইটিং, টেকনিক্যাল রাইটিং, ম্যানুয়াল রাইটিং, ইত্যাদি। 
অভিজ্ঞতা: সাধারনত বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিতে ০২ বছরের এই ফিল্ডে অভিজ্ঞতা চাওয়া হয়। এছাড়াও এর রকমফের দেখা যায়।   
বয়স: বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।

 

কিছু কিছু কোম্পানি বা ইন্সটিটিউট, প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে, অতিরিক্ত দক্ষতা বা অভিজ্ঞতার উপর অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে অবশ্যই একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে। অধিকাংশতার উপর ভিত্তি করেই নিম্নোক্ত শর্তের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে—

 

  • আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ফিল্ডে অভিজ্ঞতা থাকতে হবে: বিজ্ঞাপন সংস্থা, নকশা/মুদ্রণ/প্রকাশনা, সংবাদপত্র/ম্যাগাজিন, সফটওয়্যার কোম্পানি
  • পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করাতে পারবেন
  • আবেদনকারীদের টেক রাইটিং এর অভিজ্ঞতা থাকতে হবে
  • কনটেন্ট রাইটিং বা কপিরাইটিং এর অভিজ্ঞতা থাকতে হবে
  • কনটেন্ট ব্যবস্থাপনা সিস্টেমের জ্ঞান থাকতে হবে
  • সমস্ত মাইক্রোসফ্ট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষ হতে হবে
  • প্রকাশিত নিবন্ধগুলির একটি পোর্টফোলিও
  • চমৎকার লেখা এবং সম্পাদনার দক্ষতা
  • দ্রুত গতির পরিবেশে কাজ করার ক্ষমতা
  • একযোগে একাধিক প্রকল্প পরিচালনা করার ক্ষমতা
  • কার্যকর যোগাযোগ দক্ষতা

 

সম্মানী

অধিকাংশ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই সিনিয়র কনটেন্ট রাইটার পদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা, প্রার্থীর দক্ষতা - পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখতে দেখা যায়।

অন্যান্য সুবিধাসমূহ

 

টি/এ, মোবাইল বিল, ক্রেডিট কার্ড
বেতন পর্যালোচনা: অর্ধবার্ষিক
উৎসব বোনাস: ০২
দুপুরের খাবারের সুবিধা: আংশিক ভর্তুকি
সফর ভাতা
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি
সাপ্তাহিক ২ দিন ছুটি
বীমা
চিকিৎসা ভাতা
কাজের নিপুনতার পুরস্কার

 

এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো যারা সিনিয়র কনটেন্ট রাইটার হিসেবে বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করতে আগ্রহী, তারা যেন সহজেই এই ফিল্ডের বর্তমান অবস্থা বা আবেদনের জন্য দক্ষতার শর্তগুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। এছাড়াও প্রতিবেদনটি নিশ্চিত করতে পারে যে, কোন ভবিষ্যত সিনিয়র কনটেন্ট রাইটার কম বেতন পাচ্ছেন না, কোন ক্ষেত্রেই।


রিসার্চটি মূলত চালানো হয়েছে ইন্সটিটিউট বা কোম্পানিতে ভবিষ্যত সিনিয়র কনটেন্ট রাইটার হিসেবে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীদের সহায়তা করার জন্য। MAWbiz এখানে তথ্যগুলো উপস্থাপন করেছে বিভিন্ন জব পোর্টালে পোস্ট করা চাকুরী বিজ্ঞাপনের (২১ টি) উপর ভিত্তি করে।