Full Stack Developer: Entry Requirements, Salary Standards & Other Benefits

Full Stack Developer: Entry Requirements, Salary Standards & Other Benefits


Updated: Mon 29 Aug 2022 12:11:51

Share On

The report concentrates on the Full Stack Developer position at any private company in Bangladesh. The purpose of this report is to make candidates, who seek a job for the position of Full Stack Developer aware of the following things: entry requirements, salary standards and other benefitsTo prepare the report, we relied on the job circulars posted on 21 job portals in Bangladesh.
 

Entry Requirements
 

This section brings approximately the common entry requirements found in all the existing job circulars for the Full Stack Developer position—
 

Academic qualifications: Bachelor of Science (BSc) in Computer Science & Engineering/MSc Computer Science & Engineering or relevant degree from any reputed University

Skills required: Angular, HTML, CSS, Bootstrap, jQuery, ASP.NET, ReactJS, Web Design, Communication & Problem Solving Skills, etc.
Preferred age: at most 35 years
Employment type: Full Time
Experience requirements: Typically 2-5 years of experience in the relevant field
Work from the office
 

Some additional entry requirements that vary from one company to another are placed here—
 

  • The applicants should have experience in Software Company
  • Must be excellent in responsive web design
  • Knowledge about SQL Server and experience in writing complex queries in T-SQL
  • Write clean, secure/defensive, easily maintainable, and modular codes
  • Troubleshoot and debug applications
  • Backend: Preferably Python (Django) or Node (Express) or PHP (Laravel)
  • Frontend: Angular/Any other framework based on JS
  • Database: MySQL/PostgreSQL
  • OS: Linux
  • Stay up to date with the largest technologies
  • Analyze Issues and Suggest Solutions to Technical Problems
  • Self- Motivation and Passionate for staying up to date on relevant technologies, trends, and opportunities
  • Must have strong knowledge about SQL Query
  • Demonstrated leadership and personnel/project management skills

 

Salary Standards
 

The salary ranges from BDT 30,000 to BDT 60,000. For most of the circulars, the salary is negotiable.
 

Other Benefits
 

Some of the common benefits are outlined in this section:
 

Salary Review: Yearly
Festival Bonus: 2
Lunch Facilities: Partially subsidized
Mobile bill

 

The report aims to assist people who are aspiring to start a career as a Full Stack Developer. The information we present here is based on all the existing job circulars posted in various job portals. The goal of MAWbiz.com is to ensure that candidates are well aware of the market rates for salary and benefits so they can ensure that they are not getting underpaid. Also, we believe this provides an overall guideline that anyone can use to prepare themselves for a successful career in Sales.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

এই প্রতিবেদনটি মূলত সেইসব প্রার্থীদের উদ্দেশ্যে তৈরী, যারা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন। নিচের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকলে এই ক্ষেত্রটিতে আবেদন করা দ্রুত এবং বেশ সহজ হবে।
 

আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ 
 

প্রাতিষ্ঠানিক যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি), কিংবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি বা যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক ডিগ্রি।

প্রয়োজনীয় দক্ষতা: এংগুলার, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, jQuery, ASP.NET, ReactJS, ওয়েব ডিজাইন, যোগাযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা ইত্যাদি।

বয়স: সাধারণত, সর্বোচ্চ ৩০ বছরের প্রার্থীদের আবেদনের জন্য অনুরোধ করা হয়।

অভিজ্ঞতা: সাধারনত বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিতে ০১-০৩ বছরের এই ফিল্ডে অভিজ্ঞতা চাওয়া হয়। এছাড়াও এর রকমফের দেখা যায়।

 

কিছু কিছু প্রতিষ্ঠান প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে, অতিরিক্ত দক্ষতা বা অভিজ্ঞতার উপর অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে অবশ্যই একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অন্যান্য প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে। অধিকাংশতার উপর ভিত্তি করেই নিম্নোক্ত শর্তের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে—
 

  • আবেদনকারীদের সফটওয়্যার কোম্পানিতে অভিজ্ঞতা থাকতে হবে
  • রেসপন্সিভ ওয়েব ডিজাইনে চমৎকার হতে হবে।
  • এসকিউএল সার্ভার সম্পর্কে জ্ঞান এবং টি-এসকিউএল-এ জটিল প্রশ্ন লেখার অভিজ্ঞতা।
  • ক্লিয়ার, সুরক্ষিত/প্রতিরক্ষামূলক, সহজে রক্ষণাবেক্ষণযোগ্য এবং মডুলার কোড লিখতে সক্ষম প্রার্থী।
  • সমস্যা সমাধান এবং ডিবাগ অ্যাপ্লিকেশন।
  • ব্যাকএন্ড: বিশেষত পাইথন (জ্যাঙ্গো) বা নোড (এক্সপ্রেস) বা পিএইচপি (লারাভেল)।
  • ফ্রন্টেন্ড: জেএস-এর উপর ভিত্তি করে কৌণিক/অন্য যেকোন ফ্রেমওয়ার্ক।
  • ডেটাবেস: মাইএসকিউএল/পোস্টগ্রেএসকিউএল।
  • ওএস: লিনাক্স।
  • সবচেয়ে বড় প্রযুক্তির সাথে আপ টু ডেট আছেন, এমন প্রার্থী
  • সমস্যাগুলি বিশ্লেষণ করার সক্ষমতা এবং প্রযুক্তিগত সমস্যার সমাধানের পরামর্শ দেবার দক্ষতা।
  • প্রাসঙ্গিক প্রযুক্তি, প্রবণতা এবং সুযোগ সম্পর্কে আপ টু ডেট থাকার জন্য স্ব-প্রেরণা এবং উৎসাহী প্রার্থী।
  • SQL কোয়েরি সম্পর্কে শক্তিশালী জ্ঞান থাকতে হবে।
  • প্রদর্শিত নেতৃত্ব এবং পারসোনেল/প্রজেক্ট ব্যবস্থাপনা দক্ষতা।


বেতন
 

অধিকাংশ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই ফুল স্ট্যাক ডেভেলপার পদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা, প্রার্থীর দক্ষতা - পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখতে দেখা গেলেও অধিকাংশ সার্কুলারে প্রার্থীকে বাংলাদেশী টাকায় ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত অফার করতে দেখা যায়।
 

অন্যান্য সুবিধাসমূহ 
 

বেতন পর্যালোচনা: বার্ষিক
উৎসব বোনাস: ২টি
মধ্যাহ্নভোজের সুবিধা (আংশিক )
মোবাইল বিল

 

এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো যারা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী শুরু করতে আগ্রহী, তারা যেন সহজেই এই ফিল্ডের বর্তমান অবস্থা বা আবেদনের জন্য দক্ষতার শর্তগুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। এছাড়াও প্রতিবেদনটি নিশ্চিত করতে পারে যে, কোন প্রতিভাবান, কর্মশীল সেলস অফিসার কম বেতন পাচ্ছেন না, কোন ক্ষেত্রেই।
 

রিসার্চটি মূলত চালানো হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মশীল ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীদের সহায়তা করার জন্য। MAWbiz এখানে তথ্যগুলো উপস্থাপন করেছে বিভিন্ন জব পোর্টালে পোস্ট করা চাকুরী বিজ্ঞাপনের (২১ টি) উপর ভিত্তি করে।