Senior Executive, Sales & Marketing: Entry Requirements, Salary Standards & Other Benefits
The report concentrates on the Senior Executive, Sales & Marketing position at any private company in Bangladesh. The purpose of this report is to make candidates, who seek a job for the position of Senior Executive, Sales & Marketing, aware of the following things: entry requirements, salary standards and other benefits. To prepare the report, we relied on the job circulars posted on 21 job portals in Bangladesh.
Entry Requirements
This section brings approximately the common entry requirements found in all the existing job circulars for the Senior Executive, Sales & Marketing position—
Academic qualifications: Bachelor of Business Studies (BBS)/Bachelor of Business Administration (BBA)/Bachelor of Arts (BA)/Bachelor of Business Administration (BBA) in Marketing/Master of Business Administration (MBA) in Marketing
Skills required: Computer Literacy, Marketing, Good at MS Office (MS Word, Excel, PowerPoint, OneNote), Relationship Marketing, etc.
Preferred age: 28-40 years
Employment type: Full Time
Experience requirements: Typically 2-7 years of experience in the relevant field
Work from the office
Both male and female candidates can apply
Some additional entry requirements that vary from one company to another are placed here—
- The applicants should have experience in the following business area(s): Buying House, Garments Accessories, Plastic/ Polymer Industry, Textile
- Good communication & negotiation skills
- Strong leadership skill
- Ability to work under pressure
- Excellent communication skills both in Bengali & English
- Hardworking, proactive, self-motivated, able to work under pressure and maintain deadlines
- Well-organized and good team player
Salary Standards
For most of the circulars, the salary is negotiable.
Other Benefits
Some of the common benefits are outlined in this section:
TA, Mobile bill
Salary Review: Yearly
Festival Bonus: 2
Insurance
Lunch Facilities: Partially subsidized
Unlimited Tea & Coffee
Medical benefits
2 weekends
Performance bonus
The report aims to assist people who are aspiring to start a career as a Senior Executive, Sales & Marketing. The information we present here is based on all the existing job circulars posted in various job portals. The goal of MAWbiz.com is to ensure that candidates are well aware of the market rates for salary and benefits so they can ensure that they are not getting underpaid. Also, we believe this provides an overall guideline that anyone can use to prepare themselves for a successful career in Sales & Marketing.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
এই প্রতিবেদনটি মূলত সেইসব প্রার্থীদের উদ্দেশ্যে তৈরী, যারা সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এবং মার্কেটিং) হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন। নিচের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকলে এই ক্ষেত্রটিতে আবেদন করা দ্রুত এবং বেশ সহজ হবে।
আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ -
প্রাতিষ্ঠানিক যোগ্যতা:
ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ (বিবিএস), অথবা
ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বা
ব্যাচেলর অফ আর্টস (বিএ), অথবা
মার্কেটিং এ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), কিংবা
মার্কেটিং-এ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।
প্রয়োজনীয় দক্ষতা:
কম্পিউটার লিটারেসি,
মার্কেটিং, এমএস অফিসে (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ান নোট) দক্ষ প্রার্থী,
রিলেশনশিপ মার্কেটিং ইত্যাদি।
অভিজ্ঞতা: সাধারনত বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিতে ০২-০৭ বছরের এই ফিল্ডে অভিজ্ঞতা চাওয়া হয়। এছাড়াও এর রকমফের দেখা যায়।
বয়স: অনূর্ধ ২৮-৪০ বছরের প্রার্থীদের আবেদনের জন্য অনুরোধ করা হয়।
কিছু কিছু প্রতিষ্ঠান প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে, অতিরিক্ত দক্ষতা বা অভিজ্ঞতার উপর অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে অবশ্যই একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অন্যান্য প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে। অধিকাংশতার উপর ভিত্তি করেই নিম্নোক্ত শর্তের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে—
- আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ফিল্ডে অভিজ্ঞতা থাকতে হবে: বায়িং হাউস, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্লাস্টিক/পলিমার ইন্ডাস্ট্রি, টেক্সটাইল
- ভাল কমিউনিকেশন এবং আলোচনার দক্ষতা
- চমৎকার নেতৃত্বের দক্ষতা
- চাপের মধ্যেও কাজ করার ক্ষমতা
- বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা
- কঠোর পরিশ্রমী, সক্রিয়, স্ব-প্রণোদিত, চাপের মধ্যে কাজ করতে এবং সময়সীমা বজায় রাখতে সক্ষম প্রার্থী
- গোছানো ব্যক্তি এবং সেই সাথে একজন টিমপ্লেয়ার ব্যক্তিত্ত্বসম্পন্ন প্রার্থী
বেতন:
অধিকাংশ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এবং মার্কেটিং) পদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা, প্রার্থীর কম্পিটেন্সি - পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখতে দেখা যায়।
অন্যান্য সুবিধাসমূহ -
টিএ, মোবাইল বিল
উৎসব বোনাস: ২টি
বেতন পর্যালোচনা: বার্ষিক
বীমা
দুপুরের খাবারের সুবিধা: (আংশিক)
চা এবং কফি (সীমাহীন)
চিকিৎসা সুবিধা
২টি সপ্তাহান্ত
কাজের নিপুনতার পুরস্কার
এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো যারা সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এবং মার্কেটিং) হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী শুরু করতে আগ্রহী, তারা যেন সহজেই এই ফিল্ডের বর্তমান অবস্থা বা আবেদনের জন্য দক্ষতার শর্তগুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। এছাড়াও প্রতিবেদনটি নিশ্চিত করতে পারে যে, কোন প্রতিভাবান, কর্মশীল সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এবং মার্কেটিং) কম বেতন পাচ্ছেন না, কোন ক্ষেত্রেই।
রিসার্চটি মূলত চালানো হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মশীল সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এবং মার্কেটিং) হিসেবে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীদের সহায়তা করার জন্য। MAWbiz এখানে তথ্যগুলো উপস্থাপন করেছে বিভিন্ন জব পোর্টালে পোস্ট করা চাকুরী বিজ্ঞাপনের (২১ টি) উপর ভিত্তি করে।