অফিস সহায়ক: আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ, বেতন ও অন্যান্য সুবিধাসমূহ
এই প্রতিবেদনটি মূলত সেইসব প্রার্থীদের উদ্দেশ্যে তৈরী, যারা অফিস সহায়ক হিসেবে সরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন। নিচের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকলে এই ক্ষেত্রটিতে আবেদন করা দ্রুত এবং বেশ সহজ হবে।
আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ -
প্রাতিষ্ঠানিক যোগ্যতা:
এইচএসসি বা উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষা।
প্রয়োজনীয় দক্ষতা:
- আবেদনকারীদের নিম্নলিখিত ক্ষেত্রে অভিজ্ঞতা আছে এমন প্রার্থী: রিপোর্ট লিখা, অফিসিয়াল ডকুমেন্ট/ফাইল ব্যবস্থাপনা।
- ফটোকপিয়ার, ইন্টারকম, স্ক্যানার অপারেটিং-এর ভালো জ্ঞান অতিরিক্ত অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়।
অভিজ্ঞতা: সাধারনত বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিতে ০১-০৫ বছরের এই ফিল্ডে অভিজ্ঞতা চাওয়া হয়। এছাড়াও এর রকমফের দেখা যায়
বয়স: অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের বয়সের বেশ ভিন্নতা দেখা যায়। সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীদের আবেদনের জন্য অনুরোধ করা হয়।
কিছু কিছু প্রতিষ্ঠান প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে, অতিরিক্ত দক্ষতা বা অভিজ্ঞতার উপর অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে অবশ্যই একটি সরকারি প্রতিষ্ঠান থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে। অধিকাংশতার উপর ভিত্তি করেই নিম্নোক্ত শর্তের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে—
- বাইসাইকেল এর অধিকারী প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হয়।
- অধিকাংশ ক্ষেত্রেই পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য অনুরোধ করা হয়
বেতন:
বেশিরভাগ বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক পদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা, প্রার্থীর কম্পিটেন্সি - পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখতে দেখা গেলেও অধিকাংশ সার্কুলারে প্রার্থীকে বাংলাদেশী টাকায় ৯০০০ থেকে ২৩০০০ টাকা পর্যন্ত অফার করতে দেখা যায়।
অন্যান্য সুবিধাসমূহ -
সাপ্তাহিক ছুটি: ২ টি
উৎসব বোনাস: ২টি
মোবাইল বিল
বার্ষিক এবং অসুস্থকালীন ছুটি
এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো যারা অফিস সহায়ক হিসেবে সরকারি প্রতিষ্ঠানে চাকরী শুরু করতে আগ্রহী, তারা যেন সহজেই এই ফিল্ডের বর্তমান অবস্থা বা আবেদনের জন্য দক্ষতার শর্তগুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। এছাড়াও প্রতিবেদনটি নিশ্চিত করতে পারে যে, কোন প্রতিভাবান, কর্মশীল অফিস সহায়ক কম বেতন পাচ্ছেন না, কোন ক্ষেত্রেই।
রিসার্চটি মূলত চালানো হয়েছে সরকারি প্রতিষ্ঠানে কর্মশীল অফিস সহায়ক হিসেবে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীদের সহায়তা করার জন্য। MAWbiz এখানে তথ্যগুলো উপস্থাপন করেছে বিভিন্ন জব পোর্টালে পোস্ট করা চাকুরী বিজ্ঞাপনের (২১ টি) উপর ভিত্তি করে।