কম্পিউটার অপারেটর: আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ, বেতন ও অন্যান্য সুবিধাসমূহ

কম্পিউটার অপারেটর: আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ, বেতন ও অন্যান্য সুবিধাসমূহ


Updated: Thu 07 Jul 2022 14:07:08

Share On

এই প্রতিবেদনটি মূলত সেইসব প্রার্থীদের উদ্দেশ্যে তৈরী, যারা কম্পিউটার অপারেটর হিসেবে সরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন। নিচের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকলে এই ক্ষেত্রটিতে আবেদন করা দ্রুত এবং বেশ সহজ হবে।


আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ -


প্রাতিষ্ঠানিক যোগ্যতা:

 

  • এইচএসসি বা উচ্চমাধ্যমিক। কিংবা,
  • বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।


প্রয়োজনীয় দক্ষতা:

  • মিনিটে কমপক্ষে ৪০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude test এ উত্তীর্ণ হতে হবে।


অভিজ্ঞতা: সাধারনত বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিতে ০২-০৩ বছরের এই ফিল্ডে অভিজ্ঞতা চাওয়া হয়। এছাড়াও এর রকমফের দেখা যায়।

বয়স: অনূর্ধ ৩০-৪০ বছরের প্রার্থীদের আবেদনের জন্য অনুরোধ করা হয়।

কিছু কিছু প্রতিষ্ঠান প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে, অতিরিক্ত দক্ষতা বা অভিজ্ঞতার উপর অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে অবশ্যই একটি সরকারি প্রতিষ্ঠান থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে। অধিকাংশতার উপর ভিত্তি করেই নিম্নোক্ত শর্তের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে—

  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
  • প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মােতাবেক সকল ধরণের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।
  • কোটা সনদপত্র দাখিল করতে হবে।
  • লিখিত, ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টি.এ/ডিএ প্রদান করা হয় না।
  • কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানাে ব্যতিরেকে এ বিজ্ঞপ্তি সংশােধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে।
  • যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক জ্বলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যােগ্য বিবেচিত হবেন না।
  • নিয়ােগ বিধিমালা অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • কেবলমাত্র লিখিত ও ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক সাক্ষাৎকারের জন্য যােগ্য বলে বিবেচিত হবেন।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনকৃত ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্রাদির ০১(এক) সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।


বেতন:

অধিকাংশ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই অফিস সহায়ক পদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা, প্রার্থীর কম্পিটেন্সি - পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখতে দেখা গেলেও অধিকাংশ সার্কুলারে প্রার্থীকে বাংলাদেশী টাকায় ১০,০০০ থেকে ২৬,৫০০ টাকা পর্যন্ত অফার করতে দেখা যায়।

অন্যান্য সুবিধাসমূহ -

সাপ্তাহিক ছুটি: ২ টি
উৎসব বোনাস: ২টি
বাৎসরিক ইনক্রিমেন্ট, বোনাস, চিত্তবিনোদন ভাতা, টাইম স্কেল ইত্যাদি
বার্ষিক এবং অসুস্থকালীন ছুটি
সরকারী গ্রেড অনুসারে সুযোগ সুবিধা


এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো যারা কম্পিউটার অপারেটর হিসেবে সরকারি প্রতিষ্ঠানে চাকরী শুরু করতে আগ্রহী, তারা যেন সহজেই এই ফিল্ডের বর্তমান অবস্থা বা আবেদনের জন্য দক্ষতার শর্তগুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। এছাড়াও প্রতিবেদনটি নিশ্চিত করতে পারে যে, কোন প্রতিভাবান, কর্মশীল কম্পিউটার অপারেটর কম বেতন পাচ্ছেন না, কোন ক্ষেত্রেই।

রিসার্চটি মূলত চালানো হয়েছে সরকারি প্রতিষ্ঠানে কর্মশীল কম্পিউটার অপারেটর  হিসেবে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীদের সহায়তা করার জন্য। MAWbiz এখানে তথ্যগুলো উপস্থাপন করেছে বিভিন্ন জব পোর্টালে পোস্ট করা চাকুরী বিজ্ঞাপনের (২১ টি) উপর ভিত্তি করে।