Internship: Entry Requirements, Salary Standards & Other Benefits

Internship: Entry Requirements, Salary Standards & Other Benefits


Updated: Thu 30 Jun 2022 14:28:33

Share On

The report concentrates on the Internship position at any private company in Bangladesh. The purpose of this report is to make candidates, who seek an Internship opportunity, aware of the following things: entry requirements, salary standards and other benefits. To prepare the report, we relied on the job circulars posted on 21 job portals in Bangladesh.

Entry Requirements

This section brings approximately the common entry requirements found in all the existing circulars for the Internship position—


Academic qualifications: BBA or Graduation Equivalent/Bachelor’s Degree in Market Research or Related Business Fields/Graduate or Ongoing Undergrad Students/ Undergraduate or Fresher from Any Discipline/Bachelor's Degree in Business Management, Administration, Finance, Accounting, Marketing, or Related field
Skills required: Strong Computer Skills, including Microsoft Office Suite (Word, PowerPoint and Excel), Fluency in English, Good Communication Skills, etc.
Preferred age: 22-30 years
Experience requirements: Typically 3-6 months of experience in the relevant field or no experience is required

Both male and female candidates can apply

Some additional entry requirements that vary from one company to another are placed here—

 

  • Experience in working for International and development organizations
  • Good understanding of current best/standard practices in Finance
  • Analytical thinker with strong theoretical and research proficiencies
  • Ability to comprehend and interpret competitor strategies and consumer behavior
  • Ability to work independently or with a group
  • Brilliant written and verbal communication skills
  • Ability to work under pressure and meet strict deadlines
  • Excellent time management & multi-tasking abilities
  • Desire to learn along with a professional drive
  • Ability to take ownership of clients
  • Serious emphasis on meeting deadlines
  • Creativity is a must


Salary Standards

The salary ranges from BDT 5,000 to BDT 15,000. For some of the circulars, the salary is negotiable.

Other Benefits

Some of the common benefits are outlined in this section:
Annual and Sick Leaves
Daily subsidized lunch
Festival Bonus: 2
Weekly 2 holidays

The report aims to assist people who are aspiring to start a career as an Intern. The information we present here is based on all the existing circulars posted in various job portals. The goal of MAWbiz.com is to ensure that candidates are well aware of the market rates for salary and benefits so they can ensure that they are not getting underpaid.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

এই প্রতিবেদনটি মূলত সেইসব প্রার্থীদের উদ্দেশ্যে তৈরী, যারা ইন্টার্ণ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন। নিচের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকলে এই ক্ষেত্রটিতে আবেদন করা দ্রুত এবং বেশ সহজ হবে।

আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ -


প্রাতিষ্ঠানিক যোগ্যতা:

  • বিবিএ বা স্নাতক সমতুল্য ডিগ্রি, কিংবা
  • মার্কেট রিসার্চ বা সম্পর্কিত ব্যবসায়িক ক্ষেত্রে স্নাতক ডিগ্রী/স্নাতক বা চলমান স্নাতক, অথবা,
  • স্নাতক/বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে যেকোনো ডিসিপ্লিন থেকে স্নাতক বা ফ্রেশার।

প্রয়োজনীয় দক্ষতা: মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এবং এক্সেল) সহ কম্পিউটার দক্ষতা, ইংরেজিতে সাবলীলতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদি।
অভিজ্ঞতা: সাধারনত বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিতে ০৩-০৫মাসের এই ফিল্ডে অভিজ্ঞতা চাওয়া হয়। এছাড়াও এর রকমফের দেখা যায়, যেমন বেশিরভাগ ক্ষেত্রেই কোন অভিজ্ঞতার দরকার পরে না।
বয়স: ২২-৩০ বছরের প্রার্থীদের আবেদনের জন্য অনুরোধ করা হয়।

কিছু কিছু প্রতিষ্ঠান প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে, অতিরিক্ত দক্ষতা বা অভিজ্ঞতার উপর অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে অবশ্যই একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে। অধিকাংশতার উপর ভিত্তি করেই নিম্নোক্ত শর্তের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে—

  • আন্তর্জাতিক এবং উন্নয়ন সংস্থার পক্ষ হয়ে কাজ করার অভিজ্ঞতা,
  • ফাইন্যান্সে বর্তমান সেরা/স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সম্পর্কে ভাল ধারণা
  • বিশ্লেষণী ক্ষমতা সম্পন্ন প্রার্থী এবং গবেষণায় দক্ষ, এমন প্রার্থীকে বেশ অগ্রাধীকার দেয়া হয়।
  • প্রতিযোগী কৌশল প্রয়োগে দক্ষ ব্যক্তি এবং ভোক্তা আচরণ বোঝা এবং ব্যাখ্যা করার ক্ষমতা আছে এমন প্রার্থী,
  • স্বাধীনভাবে বা একটি গ্রুপের সাথে কাজ করার ক্ষমতা আছে এমন প্রার্থী,
  • লিখিতভাবে এবং মৌখিকভাবে যোগাযোগ করার চমৎকার দক্ষতা আছে এমন প্রার্থী,
  • চাপের মধ্যে কাজ করার এবং সময়সীমার মধ্যে কাজ করার ক্ষমতা আছে এমন প্রার্থী,
  • চমৎকার সময় ব্যবস্থাপনা এবং মাল্টি-টাস্কিং ক্ষমতা আছে এমন প্রার্থী,
  • প্রফেশনাল ড্রাইভের পাশাপাশি শেখার ইচ্ছা আছে এমন প্রার্থী,
  • ক্লায়েন্টদের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে এমন প্রার্থী,
  • সময়সীমা পূরণের উপর গুরুতর জোর,
  • সৃজনশীল প্রার্থীকে আবেদন করার জন্য বেশ জোর দেয়া হয়।


বেতন:

অধিকাংশ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই ইন্টার্নশীপ পদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা, প্রার্থীর কম্পিটেন্সি - পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখতে দেখা গেলেও অধিকাংশ সার্কুলারে প্রার্থীকে বাংলাদেশী টাকায় ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত অফার করতে দেখা যায়।

অন্যান্য সুবিধাসমূহ -


সাপ্তাহিক ছুটি: ২ টি
উৎসব বোনাস: ২টি
দুপুরের খাবারের সুবিধা (আংশিক)
বার্ষিক এবং অসুস্থকালীন ছুটি

এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো যারা ইন্টার্ন হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী শুরু করতে আগ্রহী, তারা যেন সহজেই এই ফিল্ডের বর্তমান অবস্থা বা আবেদনের জন্য দক্ষতার শর্তগুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। এছাড়াও প্রতিবেদনটি নিশ্চিত করতে পারে যে, কোন প্রতিভাবান, কর্মশীল ইন্টার্ন কম বেতন পাচ্ছেন না, কোন ক্ষেত্রেই।


রিসার্চটি মূলত চালানো হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মশীল ইন্টার্ন  হিসেবে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীদের সহায়তা করার জন্য। MAWbiz এখানে তথ্যগুলো উপস্থাপন করেছে বিভিন্ন জব পোর্টালে পোস্ট করা চাকুরী বিজ্ঞাপনের (২১ টি) উপর ভিত্তি করে।