Project Manager: Entry Requirements, Salary Standards & Other Benefits
The report concentrates on the Project Manager position at any private company in Bangladesh. The purpose of this report is to make candidates, who seek a job for the position of Project Manager, aware of the following things: entry requirements, salary standards and other benefits. To prepare the report, we relied on the job circulars posted on 21 job portals in Bangladesh.
Entry Requirements
This section brings approximately the common entry requirements found in all the existing job circulars for the Project Manager position—
Academic qualifications: Applied Master’s degree in fields related to International Development or Development Studies on Project Management, Monitoring and Evaluation, Management or Business/Bachelor or Master’s degree in business or finance or economics/Advanced university degree in Information Technology or Business Management
Skills required: Project Cycle Management, MS Office (Word, Excel, PowerPoint), Excellent Verbal & Written Communication Skills in English and Bangla, etc.
Preferred age: N/A
Employment type: Full Time
Experience requirements: Typically 5-15 years of experience in the relevant field
Some additional entry requirements that vary from one company to another are placed here—
- Comprehensive experience in M&E, MRM, and MIS, and relationship to Value Chain approach, with substantive (at least 10 years) experience in conceptualizing M&E
- Considerable and demonstrated experience in writing and editing English-language communications products or reports
- The demands of competing and urgent project timelines
- Proven ability to organize and coordinate diverse tasks with strong self-motivation and solutions orientation
- Strong presence and network across the business and financial communities
- Possess a thorough understanding of the financial sector and local investment environment in Bangladesh
- Certification in a recognized project management methodology, such as PRINCE2, and ITIL Foundation
- Experience in change management concerning ERP implementation and service delivery
- Coordination and maintain liaison with government bodies and key stakeholders
- Skills in project cycle management
Salary Standards
The salary ranges from BDT 45,000 to BDT 2,98,000. For most of the circulars, the salary is negotiable.
Other Benefits
Some of the common benefits are outlined in this section:
Provident Fund
Children Allowance
Festival Bonus
Contributory Healthcare Support
Group Life Insurance
Subsidized Canteen
Transport & Daycare Facilities are Subject to Space Availability
Gratuity
The report aims to assist people who are aspiring to work as Project Managers. The information we present here is based on all the existing job circulars posted in various job portals. The goal of MAWbiz.com is to ensure that candidates are well aware of the market rates for salary and benefits so they can ensure that they are not getting underpaid. Also, we believe this provides an overall guideline that anyone can use to prepare themselves for a successful career as a Project Manager.
এই প্রতিবেদনটি মূলত সেইসব প্রার্থীদের উদ্দেশ্যে তৈরী, যারা প্রজেক্ট ম্যানেজার হিসেবে বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন। নিচের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকলে এই চাকুরী ক্ষেত্রটিতে আবেদন করা দ্রুত এবং বেশ সহজ হবে।
আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ
প্রাতিষ্ঠানিক যোগ্যতা: নিম্নের ডিপার্টমেন্ট কিংবা বিষয়ের উপর স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি-প্রোজেক্ট ম্যানেজমেন্ট এর উপর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট স্টাডিজ মনিটরিং এবং ইভালুয়েশন, ম্যানেজমেন্ট বা বিজনেস; ব্যবসায় বা ফিনান্স বা অর্থনীতিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি; তথ্য প্রযুক্তি বা বিজনেস ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি।
প্রয়োজনীয় দক্ষতা: প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট, এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট), ইংরেজি এবং বাংলা কমিউনিকেশনে চমৎকার দক্ষতা (মৌখিক ও লিখিত ) ইত্যাদি।
অভিজ্ঞতা: সাধারনত বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিতে ০৫-১৫ বছরের ফিল্ডে অভিজ্ঞতা চাওয়া হয়। এছাড়াও এর রকমফের দেখা যায়।
কিছু কিছু প্রতিষ্ঠান প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে, অতিরিক্ত দক্ষতা বা অভিজ্ঞতার উপর অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে অবশ্যই একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে। অধিকাংশতার উপর ভিত্তি করেই নিম্নোক্ত শর্তের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে—
- M&E, MRM, এবং MIS-এ ব্যাপক অভিজ্ঞতা এবং Value Chain approach এর সাথে, M&E-এর ধারণায় বাস্তবসম্মত (অন্তত 10 বছর) অভিজ্ঞতা চাওয়া হয়।
- সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বা ইংরেজী ভাষায় কমিউনিকেশন প্রডাক্ট বা প্রতিবেদন লেখা এবং সম্পাদনা করার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হয়।,
- বিভিন্ন কাজ স্ব-অনুপ্রেরণার মাধ্যমে সমাধানে পারদর্শী ব্যক্তি এক্ষেত্রে এগিয়ে থাকেন।
- বাংলাদেশের আর্থিক খাত এবং স্থানীয় বিনিয়োগ পরিবেশ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারনা রাখার অধিকারীও এখাত্রে প্রাধান্য পান।
- বিজনেস এবং ফিনান্সিয়াল কমিউনিটিতে দৃঢ় পদক্ষেপকারী প্রার্থীকে বেশ অগ্রাধিকার দেয়া হয়।
- প্রজেক্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে স্বনামধন্য প্রতিষ্ঠানের দ্বারা সার্টিফায়েড ব্যক্তিকে, যেমন PRINCE2 এবং ITIL ফাউন্ডেশন-অগ্রাধিকার দেয়া হয়।
- ইআরপি বাস্তবায়ন এবং পরিষেবা সরবরাহ সংক্রান্ত পরিবর্তন পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তি।
- সরকারী সংস্থা এবং মূল স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় এবং যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে দক্ষ প্রার্থী এক্ষেত্রে অগ্রাধিকার পান।
- প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে দক্ষ প্রার্থী
সম্মানী
অধিকাংশ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই প্রজেক্ট ম্যানেজার পদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা, প্রার্থীর কম্পিটেন্সি - পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখতে দেখা গেলেও অধিকাংশ সার্কুলারে প্রার্থীকে বাংলাদেশী টাকায় ৪৫,০০০ থেকে ২,৯৮,০০০ টাকা পর্যন্ত অফার করতে দেখা যায়।
অন্যান্য সুবিধাসমূহ
প্রভিডেন্ট ফান্ড
শিশু ভাতা
উৎসব বোনাস
স্বাস্থ্যসেবা সহায়তা
গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স
ক্যান্টিন
পরিবহন এবং ডে কেয়ার সুবিধা (স্থান প্রাপ্যতা সাপেক্ষে)
গ্র্যাচুইটি
এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো যারা প্রজেক্ট ম্যানেজার হিসেবে বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করতে আগ্রহী, তারা যেন সহজেই এই ফিল্ডের বর্তমান অবস্থা বা আবেদনের জন্য দক্ষতার শর্তগুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। এছাড়াও প্রতিবেদনটি নিশ্চিত করতে পারে যে, কোন প্রতিভাবান, ভবিষ্যত প্রজেক্ট ম্যানেজার কম বেতন পাচ্ছেন না, কোন ক্ষেত্রেই।
রিসার্চটি মূলত চালানো হয়েছে বেসরকারী প্রতিষ্ঠানে ভবিষ্যত প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীদের সহায়তা করার জন্য। MAWbiz এখানে তথ্যগুলো উপস্থাপন করেছে বিভিন্ন জব পোর্টালে পোস্ট করা চাকুরী বিজ্ঞাপনের (২১ টি) উপর ভিত্তি করে।