Clinic Doctor: Entry Requirements, Salary Standards & Other Benefits

Clinic Doctor: Entry Requirements, Salary Standards & Other Benefits


Updated: Thu 21 Jul 2022 21:37:25

Share On

The report concentrates on the Clinic Doctor position at any private medical institution in Bangladesh. The purpose of this report is to make candidates, who seek a job for the position of Clinic Doctor at any private medical institution, aware of the following things: entry requirements, salary standards and other benefits. To prepare the report, we relied on the job circulars posted on 21 job portals in Bangladesh.

 

Entry Requirements

 

This section brings approximately the common entry requirements found in all the existing job circulars for the Clinic Doctor position at the private medical—

 

Academic qualifications: The candidate should have an MBBS degree with a one-year internship, a valid BMDC registration certificate is a must
Skills required: Client-Focused, Hardworking, Proactive, etc.
Experience requirements: Typically 1-3 years of experience in the relevant field  

 

Some additional entry requirements that vary from one institution to another are placed here—

 

  • DMU/CMU must be needed
  • Having Post Graduate Training on Gynae/Obs, training on Menstrual Regulation (MR) and PAC will be preferred
  • Excellent motivational skills - achieving results through people are essential
  • Post-Graduation on Radio & Imaging /DMU must be needed

 

Salary Standards

 

For most of the circulars, the salary is negotiable as per the medical institution policy.

 

Other Benefits

 

Some of the common benefits are outlined in this section:
Festival bonus: 2
Provident fund, Gratuity
Medical allowance

 

The report aims to assist people who are aspiring to work as Clinic Doctors at private medical institutions. The information we present here is based on all the existing job circulars posted in various job portals. The goal of MAWbiz.com is to ensure that candidates are well aware of the market rates for salary and benefits so they can ensure that they are not getting underpaid. 


এই প্রতিবেদনটি মূলত সেইসব প্রার্থীদের উদ্দেশ্যে তৈরী, যারা ক্লিনিক্যাল ডাক্তার প্রাইভেট মেডিকেলে চাকরি খুঁজছেন। নিচের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকলে এই চাকুরী ক্ষেত্রটিতে আবেদন করা দ্রুত এবং বেশ সহজ হবে।

 

আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ

 

প্রাতিষ্ঠানিক যোগ্যতা: প্রার্থীর এক বছরের ইন্টার্নশিপ সহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, সেই সাথে, একটি বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা আবশ্যক।
প্রয়োজনীয় দক্ষতা: ক্লায়েন্ট ফোকাসড, কঠোর পরিশ্রমী, সক্রিয়, ইত্যাদি সফট স্কিলের সমন্বয়ে দক্ষ প্রার্থী আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পান।
অভিজ্ঞতা: সাধারনত বেশিরভাগ চাকরি বিজ্ঞপ্তিতে ০১-০৩ বছরের মেডিকেল ফিল্ডের অভিজ্ঞতা চাওয়া হয়। এছাড়াও এর রকমফের দেখা যায়। 

 

কিছু কিছু মেডিকেল ইন্সটিটিউট প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে, অতিরিক্ত দক্ষতা বা অভিজ্ঞতার উপর অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে অবশ্যই একটি মেডিকেল ইন্সটিটিউট থেকে অন্য মেডিকেল ইন্সটিটিউট ভিন্ন হতে পারে। অধিকাংশতার উপর ভিত্তি করেই নিম্নোক্ত শর্তের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে—

 

  • ডিএমইউ/সিএমইউ আবশ্যক।
  • গাইনি/ওবিএসের উপর স্নাতকোত্তর প্রশিক্ষণ নিয়ে থাকা প্রার্থী, মাসিক নিয়ন্ত্রণ (এমআর) এবং পিএসি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে সাধারনত অগ্রাধিকার দেওয়া হয়।
  • রেডিও এবং ইমেজিং / ডিএমইউ-তে স্নাতকোত্তর থাকা অবশ্যই প্রয়োজন।
  • মোটিভেশনাল স্কিল বা মানুষকে প্রেরণা দেবার দক্ষতা কিংবা মানুষের মাধ্যমেই ফলাফল অর্জন-এমন চিন্তাধারার প্রার্থীকেও অগ্রাধিকার দেওয়া হয়। 
 

সম্মানী

অধিকাংশ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই  ক্লিনিক্যাল ডাক্তারের সম্মানী নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা, প্রার্থীর খ্যাতি - সম্মানী নির্ধারণের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখতে দেখা যায়।

অন্যান্য সুবিধাসমূহ

 

উৎসব ভাতা।
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি
চিকিৎসা ভাতা।

 

এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো যারা ক্লিনিক্যাল ডাক্তার হিসাবে কোন মেডিকেল ইন্সটিটিউট এ চাকুরী করতে আগ্রহী, তারা যেন সহজেই এই ফিল্ডের বর্তমান অবস্থা বা আবেদনের জন্য দক্ষতার শর্তগুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। 


রিসার্চটি মূলত চালানো হয়েছে মেডিকেল ইন্সটিটিউট এ ভবিষ্যত ক্লিনিক্যাল ডাক্তার হিসেবে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীদের সহায়তা করার জন্য। MAWbiz এখানে তথ্যগুলো উপস্থাপন করেছে বিভিন্ন জব পোর্টালে পোস্ট করা চাকুরী বিজ্ঞাপনের (২১ টি) উপর ভিত্তি করে।