Professor (Medical): Entry Requirements, Salary Standards & Other Benefits

Professor (Medical): Entry Requirements, Salary Standards & Other Benefits


Updated: Sun 10 Apr 2022 09:27:19

Share On

The report concentrates on the Professor position at any private medical in Bangladesh. The purpose of this report is to make candidates, who seek a job for the position of Professor at a private medical institution, aware of the following things: entry requirements, salary standards and other benefits. To prepare the report, we relied on the job circulars posted on 21 job portals in Bangladesh.

 

Entry Requirements

 

This section brings approximately the common entry requirements found in all the existing job circulars for the Professor position at the private medical—

 

Academic qualifications: FCPS/MD/MS/M.Phil/DFM from any BM & DC-recognized Institution/ Candidates should have PhD
Skills required: Innovative Active Teaching-Learning & Research Involvements, Proficiency in English & Bangla, Communicative Proficiency in the appropriate medium of instruction, etc
Experience requirements: Typically 05 years of experience as an Associate Professor 

 

Some additional entry requirements that vary from one institution to another are placed here—

 

  • Minimum 05 articles in BM & DC-recognized medical journals
  • Minimum GPA 4 out of 5 in SSC, HSC, or equivalent Master’s/PhD from reputed foreign universities will get preference
  • Candidates with publications in WoS/Scopus indexed journals will get preference
  • Experience Requirement: As per UGC rules

 

Salary Standards

 

For most of the circulars, the salary is negotiable as per the medical institution policy.

 

Other Benefits

 

Some of the common benefits are outlined in this section:
Festival bonus: 2
Provident fund, Gratuity
House rent
Medical allowance
Group insurance

 

The report aims to assist people who are aspiring to work as professors at private medical institutions. The information we present here is based on all the existing job circulars posted in various job portals. The goal of MAWbiz.com is to ensure that candidates are well aware of the market rates for salary and benefits so they can ensure that they are not getting underpaid. Also, we believe this provides an overall guideline that anyone can use to prepare themselves for a successful career in Teaching at a private medical institution.


এই প্রতিবেদনটি মূলত সেইসব প্রার্থীদের উদ্দেশ্যে তৈরী, যারা  অধ্যাপক হিসেবে প্রাইভেট মেডিকেলে চাকরি খুঁজছেন। নিচের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকলে এই চাকুরী ক্ষেত্রটিতে আবেদন করা দ্রুত এবং বেশ সহজ হবে।

 

আবেদনের ক্ষেত্রে সাধারন শর্তসমূহ

 

প্রাতিষ্ঠানিক যোগ্যতা: প্রার্থীদের বাংলাদেশ মেডিকেল/ ডেন্টাল কাউন্সিল (BM/DC)-স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এফসিপিএস/এমডি/এমএস/এম.ফিল/ডিএফএম/ পিএইচডি থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা: যেসব প্রার্থী নতুন ধরনের সক্রিয় শিক্ষণ পদ্ধতি উদ্ভাবনে পারদর্শী, কিংবা শিক্ষা ও গবেষণায় অংশগ্রহণ করেছেন - এমন, কিংবা ইংরেজি ও বাংলায় বেশ দক্ষ, এবং এরইসাথে শিক্ষার উপযুক্ত মাধ্যমগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমে যেসব প্রার্থী শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশনে দক্ষ - এমন প্রার্থীই অধিকাংশ চাকুরী বিজ্ঞাপনে অনুসন্ধান করা হয়।
অভিজ্ঞতা: সাধারনত বেশিরভাগ চাকরি বিজ্ঞপ্তিতে সহযোগী অধ্যাপক হিসেবে ০৫ বছরের মেডিকেল ফিল্ডে অভিজ্ঞতা চাওয়া হয়। এছাড়াও এর রকমফের দেখা যায়।

 

কিছু কিছু মেডিকেল ইন্সটিটিউট প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে, অতিরিক্ত দক্ষতা বা অভিজ্ঞতার উপর অগ্রাধিকার দেয়। এক্ষেত্রে অবশ্যই একটি মেডিকেল ইন্সটিটিউট থেকে অন্য মেডিকেল ইন্সটিটিউট ভিন্ন হতে পারে। অধিকাংশতার উপর ভিত্তি করেই নিম্নোক্ত শর্তের বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে—

 

  • বাংলাদেশ মেডিকেল/ ডেন্টাল কাউন্সিল (BM/DC)-স্বীকৃত মেডিকেল জার্নালে ন্যূনতম ০৫ টি নিবন্ধ প্রকাশিত, এমন প্রার্থী
  • এসএসসি বা এইচএসসি তে  জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪, অথবা স্বনামধন্য বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/পিএইচডি ধারীরা অগ্রাধিকার পাবেন।
  • WoS/Scopus ইনডেক্সড জার্নালে প্রকাশনাকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন

 

সম্মানী

অধিকাংশ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই অধ্যাপকের সম্মানী নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা, প্রার্থীর খ্যাতি - সম্মানী নির্ধারণের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখতে দেখা যায়।

অন্যান্য সুবিধাসমূহ

 

চিকিৎসা ভাতা।
বাসস্থান ভাতা।
গ্রুপ বীমা
উৎসব ভাতা।
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি

 

এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হলো যারা অধ্যাপক হিসাবে কোন মেডিকেল ইন্সটিটিউট এ চাকুরী করতে আগ্রহী, তারা যেন সহজেই এই ফিল্ডের বর্তমান অবস্থা বা আবেদনের জন্য দক্ষতার শর্তগুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। 


রিসার্চটি মূলত চালানো হয়েছে মেডিকেল ইন্সটিটিউট এ ভবিষ্যত অধ্যাপক হিসেবে চাকুরী করতে ইচ্ছুক প্রার্থীদের সহায়তা করার জন্য। MAWbiz এখানে তথ্যগুলো উপস্থাপন করেছে বিভিন্ন জব পোর্টালে পোস্ট করা চাকুরী বিজ্ঞাপনের (২১ টি) উপর ভিত্তি করে।