রঙ থেকে রঙ বাংলাদেশ। সময়কে রাঙিয়ে তোলার ব্রতে নিরন্তর সৃষ্টির নেশায় মশগুল বন্ধুদের পৃথিবীর নাম ছিল রঙ। জন্ম ১৯৯৪ সালের ২০ ডিসেম্বর। চাষাড়ার সান্তনা মার্কেটের ছোট্ট পরিসরে। এরপর দীর্ঘ চলার পথে অর্জিত নানা অভিজ্ঞতাকে সঙ্গী করেই নতুন অভিযান। ২০১৫ সালে আত্মপ্রকাশ রঙ বাংলাদেশ-এর। বাংলাদেশের ফ্যাশন পরিমন্ডলে নিজেদের অবস্থান সৃদৃঢ় করে অভিষ্ট লক্ষ্যে এগোতে প্রত্যয়ী। সেই সাফল্যকে সঙ্গী করে বাংলাদেশের যথার্থ ব্র্যান্ড হিসাবে দেশের পতাকাবহনকারী প্রতিষ্ঠান হিসাবে ভবিষ্যতে পা রাখতে চায় আন্তর্জাতিক অঙ্গনে। সময়ের সঙ্গে থেকে ফ্যাশনের ট্রেন্ডকে অনুসরণ করে বাংলাদেশকে পোশাকের ক্যানভাসে প্রতীয়মান করতে বদ্ধপরিকর রঙ বাংলাদেশ। শুরু থেকেই থিমভিত্তিক কালেকশন তৈরির মাধ্যমে সৃজনের স্বকীয় উপস্থাপনের প্রয়াসী। রঙ বাংলাদেশ-এর সহযোগী ব্র্যান্ড হিসাবে রয়েছে তারুণ্যের ভুবন ওয়েস্ট রঙ, বরিষ্ঠদের জগত শ্রদ্ধাঞ্জলি আর বাংলাদেশকে স্মৃতি উপহারের মধ্যে দিয়ে ব্র্যান্ডিং করার জন্য আমার বাংলাদেশ। সব বয়সের সবসময়ের উপযোগী পোশাক আর উপহারে ভোক্তাদের পছন্দ ছুঁতে নিরন্তর প্রয়াসী রঙ বাংলাদেশ।
রঙ বাংলাদেশ
এটাই আমাদের মাদার ব্র্যান্ড। মূল রঙ দ্বিখন্ডিত হয়ে যাওয়ায় আমার অংশটিকে রিব্র্যান্ডিং করা হয়েছে রঙ বাংলাদেশ নামে। তবে যে লক্ষ্য নিয়ে রঙ-এর যাত্রা শুরু হয়ে অব্যাহত ছিল ২১ বছর সেই লক্ষ্যেই অবিচল থাকবে রঙ বাংলাদেশ। আমরা এখনও সময়কে রাঙাতে চাই। রাঙাতে চাই দেশের ফ্যাশনপ্রিয়দের দেশজ পণ্যে, উজ্জ্বল এবং হৃদয়গ্রাহী বর্ণবিণ্যাসে। আমাদের সংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time