রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় রাজশাহী সদর উপজেলার বোয়ালিয়া থানায় অবস্থিত অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৪৬ খ্রিষ্টাব্দে। এই সুদীর্ঘ সময়ের পরিক্রমায় রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের অসংখ্য কৃতি ছাত্র দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেশের শিক্ষা, ক্রীড়া, সংস্ক্রতি ও প্রশাসনের প্রত্যেক স্তরের এমন ক্ষেত্র পাওয়া যাবেনা যেখানে এই বিদ্যালয়ের ছাত্রের সরব পদচারনা নেই।
রাজশাহী শহরে শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, শিক্ষায় নিবেদিতপ্রাণ, সুপন্ডিত ও স্মরন্যযোগ্য ব্যক্তিত্বের অধিকারী প্রয়াত গোষ্ট বিহারী মজুমদার রাজশাহী লোকনাথ ইংলিশ হাইস্কুল এর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন ১৯৫০ সাল পর্যন্ত। ব্রিটিশ ও পাকিস্তান আমলের প্রথম অংশে রাজশাহীতে মাত্র একটি কলেজ ছিলো যার নাম রাজশাহী কলেজ। ফলে বাংলা ভাষা আন্দোলনে রাজশাহীর স্কুল ছাত্ররা সক্রিয় ভুমিকা পালন করে। যেহেতু রাজশাহী কলেজের কয়েক গজের মধ্যে রাজশাহী লোকনাথ স্কুলের অবস্থান সেহেতু রাজশাহী কলেজের ছাত্রদের দ্বারা এ স্কুলের ছাত্ররা সর্বাগ্রে প্রভাবিত হত। ফলে রাজশাহী লোকনাথ হাই স্কুলের ছাত্ররা ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণের সুযোগ পায়। ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী লোকনাথ স্কুলের ছাত্রদের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট ব্যবসায়ী এক সময়ের প্রগতিশীল রাজনীতিক জনাব মোশারফ হোসেন আকুঞ্জি।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time