Community Empowerments

The Glorious Technical Training Institute (GTTI)

The Glorious Technical Training Institute (GTTI)

Krishibid Farm

Founded in 2008 as a project under the Krishi Foundation, The Glorious Technical Training Institute (GTTI) aims to provide technical knowledge and impart valuable training to the youth of Bangladesh. Their goal is to transform the country's population into effective, skilled manpower. Approved by the Bangladesh Technical Education Board, the GTTI offers courses lasting six months on welding, electrical, auto mechanics, driving, plumbing and civil construction. The institute has trained more than 2000 students in 120 courses under six trades. 50% of the trained students are self employed, while the rest have been employed by different companies.


২০০৮ সালে কৃষি ফাউন্ডেশনের একটি প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয় দ্যা গ্লোরিয়াস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এর লক্ষ্য বাংলাদেশের যুবসমাজকে কারিগরি জ্ঞান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দ্বারা দক্ষ করে তোলা। তাদের উদ্দেশ্য এদেশের বিশাল জনসংখ্যাকে এক দক্ষ জনশক্তিতে পরিণত করা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এই প্রতিষ্ঠানটি তাদের শিক্ষার্থীদের ছয় মাসের বিভিন্ন কোর্স প্রদান করে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, অটো মেকানিকস, ড্রাইভিং, প্লাম্বিং, এবং সিভিল কনস্ট্রাকশন। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে ২০০০ এরও বেশী শিক্ষার্থী ১২০টি কোর্সের ৬টি খাতে কর্মরত আছে। ৫০% ট্রেইনড শিক্ষার্থীদের এখন নিজস্ব ব্যবসা আছে এবং বাকিরা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।



Share On