Community Empowerments

Raising Resilience Against Natural Calamities

Raising Resilience Against Natural Calamities

ADRA Bangladesh

Since their inception in 1984, Adventist Development and Relief Agency (ADRA) has been working towards raising resilience among the rural people devastated by natural calamities. Their two resilience projects aim at helping the people of Manikganj (devastated by flood and riverbank erosion) and Khulna (devastated by hurricanes) districts. For the people of Manikganj, they aim at both preparing for the calamities as well as rebuilding and returning to a normal life in the aftermath. For the people of Manikganj, their households and marketplaces are raised and their foundations strengthened against the frequent flooding and river erosions. They are also taught and encouraged about savings, sanitation, climate-smart agriculture and technologies, and organic farming. Meanwhile, the people of Khulna are taught and encouraged to open bank accounts, attend workshops on family planning, women and child rights, violence against women and children, training on disaster preparedness, and vice versa.

 

১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি (এড্রা) গ্রামীণ মানুষদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে আসছে। তাদের দুইটি উল্লেখযোগ্য প্রকল্পের লক্ষ্য হলো মানিকগঞ্জ (বন্যা ও নদী ভাঙ্গন) এবং খুলনা (ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস) জেলার মানুষদের দুর্যোগ পূর্ব সময়ে যথাযথ প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া, দুর্যোগকালীন সময়ে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করা, এবং দুর্যোগ পরবর্তী সময়কার সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে জনসচেতনতা ও প্রশিক্ষণ প্রদান করা। বন্যা ও নদী ভাঙ্গন রোধে মানিকগঞ্জ জেলার মানুষদের বাড়িঘর ও বাজার-হাটের ভিত উঁচু ও মজবুত করা, পাশাপাশি টাকাপয়সা সঞ্চয় ও পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা, এবং জলবায়ু-সহিষ্ণু কৃষি ও অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যাপারে অবহিত করাও তাদের লক্ষ্য। খুলনা জেলার মানুষদের জন্য তারা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু অধিকার বাস্তবায়ন, নারী ও শিশু নির্যাতন দমন, দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতি, এবং আরো নানা বিষয়ে কর্মশালা আয়োজন করে থাকেন।



Share On