মাসিক বেতন-ভাতা স্থায়ীকরণের পুর্বে ৬০,০০০/= টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো মোতাবেক ৬৫,০০০ - ৭৫,০০০/= টাকা প্রদান হবে। চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভূক্ত করা হবে। স্থায়ী কর্মীগণ সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধা প্রাপ্য হবেন।
আমরা আমাদের দলে যোগদানের জন্য একজন সক্রিয় এবং অভিজ্ঞ ম্যানেজার (প্রশিক্ষক) খুঁজছি। এই ভূমিকাটি আমাদের প্রশিক্ষকদের দলকে পরিচালনা এবং গাইড করার উপর দৃষ্টি নিবদ্ধ করে যাতে উচ্চ-মানের প্রশিক্ষণ কর্মসূচির সরবরাহ নিশ্চিত করা যায়। ম্যানেজার (প্রশিক্ষক) আমাদের সাংগঠনিক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ কৌশলগুলি ডিজাইন, বাস্তবায়ন এবং ক্রমাগত উন্নতির জন্য দায়ী থাকবেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা,
পল্লী বিকাশ কেন্দ্র,
ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
ই-মেইল- pbkhrd@gmail.com
আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ৩০.১১.২০২৪ ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনপ্রকার ভাতা প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।
Published on: Sat 09 Nov 2024
Vacancy: 01
Salary: 65,000-75,000
Preferred Age: 45 years
Gender: Both males and females are allowed to apply
Job Location: Kishorgonj
Employment Type: Full Time Job
Application Deadline: Sat 30 Nov 2024