ভারতের প্রথম মহাকুমা যশোর স্থাপিত হয় ১৭৮৬ খ্রীঃ। পরে স্থানান্তরিত হয় কেশবপুর উপজেলার ত্রিমোহনীতে।১৭৯৩ খ্রীঃ তা স্থানান্তরিত হয় মুরলীতে। ১লা ফেব্রুয়ারী ১৯৮৪ সদর উপজেলার সৃষ্টি হয়। নির্বাচিত প্রথম চেয়ারম্যান জনাব রবিউল আলম এবং প্রথম নির্বাহী অফিসার শ্রী কে কে সরকার। যশোর সদর উপজেলার পূর্বে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা, উত্তরে বাঘারপাড়া উপজেলা ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা, পশ্চিমে ঝিকরগাছা উপজেলা ও চৌগাছা উপজেলা, দক্ষিণে অভয়নগর উপজেলা ও মনিরামপুর উপজেলা এবং দক্ষিণ-পূর্বে নড়াইল জেলার নড়াইল সদর উপজেলা অবস্থিত। যশোর সদর বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি উপজেলা। এর প্রশাসনিক কেন্দ্র যশোর শহর, যা জেলার কেন্দ্রও। ভূগোল যশোর সদরে অবস্থিত। এর 94,348টি পরিবার এবং মোট আয়তন 435.22 কিমি²। জনসংখ্যা 1991 সালের বাংলাদেশ আদমশুমারি অনুসারে, যশোর সদরের জনসংখ্যা ছিল 530,582 জন। পুরুষ 52.85% জনসংখ্যা, এবং মহিলা 47.15%। এই উপজেলার আঠারো জনসংখ্যা ছিল 281,108 জন। যশোর সদরের সাক্ষরতার হার হল ৪৪.২% (৭+ বছর), যেখানে সারা দেশের সাক্ষরতার হার ৩২.৪%। বাংলাদেশের 2011 সালের আদমশুমারি অনুসারে, উপজেলার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 742,898। প্রশাসন যশোর সদরে 18টি ইউনিয়ন/ওয়ার্ড, 326টি মৌজা/মহল্লা এবং 250টি গ্রাম রয়েছে। এর ক্লাস ওয়ান পৌরসভা (পৌরসভা) রয়েছে। ভৈরব নদীর তীরে যশোর শহর। এতে রয়েছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত কলেজ-মাইকেল মধুসূদন (এমএম) কলেজ।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time