সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদীন, আকাবিরে দ্বীন ও সালফে সালেহীনের গবেষণাপ্রসূত জ্ঞানের আলোকে শিক্ষার্থীদেরকে কুরআন ও সুন্নাহর পূর্ণাঙ্গ শিক্ষা দান করা।ইলমেদ্বীন হাসিলের সাথে সাথে নেক আমল ও আখলাকে নববীর আলোকে এমন একদল আলেমে দ্বীন তৈরি করা, যাঁরা সাহাবায়ে কিরাম ও আইম্মায়ে মুজতাহিদীনের যোগ্য উত্তরসূরি হিসেবে ওরাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবেন।শিরক বিদ্আতসহ সর্বপ্রকার বাতিল ফেরকার মুকাবিলা ও মূলোতপাটন করতঃ ইসলামের বিশুদ্ধ আকীদা-বিশ্বাস জনগণের মাঝে প্রচার করা।জীবনের সর্বক্ষেত্রে শাআয়েরে দীন প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা চালানো।আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে তাযকিয়ায়ে নফসের প্রশিক্ষণ প্রদান করা।ইয়াতীম ও অসহায় শিশু-কিশোরদেরকে আশ্রয় দান করতঃ উত্তম শিষ্টাচার শিক্ষা দান করা।শিক্ষার্থীকে ইসলামের জন্য আত্মনিবেদিত মুবাল্লিগ ও দীনের একান্ত খাদেমরূপে গড়ে তোলার প্রশিক্ষণ দান করা।দাওয়াত ও তাবলীগে দ্বীনের উদ্দেশে শিক্ষার্থীদেরকে বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা। সর্বোপরি হালাল রিয্ক দ্বারা জীবিকা নির্বাহ করার জন্য কর্মোপযোগী মানুষ তৈরী করা।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time