খুলনা শহর থেকে খুলনা-যশোর মহাসড়ক ধরে পনের কিলোমিটার সামনে অগ্রসর হলেই হাতের ডানপাশে নজরে পড়বে জাহানাবাদ সেনানিবাস। সবুজ গাছ-পালায় সুশোভিত, ছায়া -সুনিবিড় আর পাখপাখালির কলতানে সদা মূখর এখানকার পরিবেশ। সেনানিবাসে অবস্থানরত সেনা সদস্য এবং স্থানীয় জনগণের সন্তানদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চত করার লক্ষ্যে ১৯৯৫ সালে বর্তমান কলেজ শাখা খোলা হয়। ১১ জন শিক্ষক নিয়ে কলেজটির যাত্রা শুরু হয় এবং ০৮ জানুয়ারি ১৯৯৬ সালে যশোর শিক্ষাবোর্ড থেকে একাডেমিক স্বীকৃতি লাভ করে।
প্রতিষ্ঠিত হবার পর থেকেই এই প্রতিষ্ঠানের পাশের হার অত্যন্ত ভালো । ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত শিক্ষাবোর্ডে মোট ৬ জন শিক্ষার্থী সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করে। ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করে সেনাবাহিনী প্রধান এর ট্রফি অর্জন করার গৌরব লাভ করে। স্বনামধন্য এই প্রতিষ্ঠানে ২০১৬ সাল হতে কলেজ শাখার সাথে স্কুল শাখা চালু করা হয়।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time