বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে মৎস্য সেক্টরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্ঠি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারও এ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করছে। বর্তমান বিশ্বের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরের সাথে তথ্য প্রযুক্তিও ৎপ্রোতভাবে জড়িত। বর্তমান সরকারের তথ্যপ্রযুক্তির বিস্তারে ডিজিটাল বাংলাদেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকারও রয়েছে। আধুনিক বিশ্বের সর্বশেষ প্রযুক্তি প্রাপ্তি এবং যোগাযোগের সর্বাধুনিক মাধ্যম হলো তথ্যপ্রযুক্তি। মৎস্য সেক্টর ও এর ব্যতিক্রম নয়। আর এর জন্য প্রয়োজন দক্ষতার সাথে কম্পিউটার চালনার উপযুক্ত জ্ঞান। তবে আশার কথা যে, মৎস্য অধিদপ্তরে তথ্যপ্রযুক্তির সমাবেশ ঘটার ফলে বিভিন্ন প্রযুক্তি ও অন্যান্য বিবিধ বিষয় উপস্থাপনা, পত্র যোগাযোগ, বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন তথ্যাদি ইন্টারনেটের মাধ্যম গ্রহণ ও প্রেরণ এবং ব্রাউজিং এর মাধ্যমে বিভিন্ন তথ্যাদি সংগ্রহের ক্ষেত্রে এই অধিদপ্তর যথেষ্ট এগিয়ে গেছে। তাছাড় বিভিন্ন জেলা ও বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ স্থাপনও সম্ভব হয়েছে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time