(ড্যাপস্) স্কুলের বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
১. সুযোগ্য পরিচালনা পরিষদ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।
২. প্লে-থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষাদান করা হয়।
৩. প্লে-থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যমে শিক্ষাদান করা হয়।
৪. শিক্ষর্থীর যে যোগ্যতা নিয়ে র্ভতি হয়, তার থেকে অধিক যোগ্য করে গড়ে তোলা হয়।
৫. সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা। শিক্ষাবর্ষকে তিনটি সেমিস্টারে ভাগ করে আলাদাভাবে পাঠদান ও পরীক্ষা নেওয়া হয়। তাছাড়া ক্লাস টেস্ট, বাড়ির কাজ এবং শ্রেণির কাজ এর মাধ্যমে আলাদা নম্বর দিয়ে মূল্যায়ণ করা হয়। উক্ত নম্বর গুলো সেমিস্টার পরীক্ষার ফলাফলের সঙ্গে সমন্বয় করে গ্রেড তৈরী করা হয়।
৬. তিনটি সেমিস্টারের গড় ফলাফলই হয় চূড়ান্ত বা বার্ষিক ফলাফল।
৭. বিনা অনুমতিতে একটানা ১৫ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয়ে যাবে।
৮. প্রতিটি শ্রেণি কক্ষ শীতাতাপ নিয়ন্ত্রিত।
৯. সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
১০. বাংলা ও ইরেংজী মাধ্যমে শিক্ষা ব্যবস্থা।
১১. খেলাধুলার জন্য সু-বিশাল খেলার মাঠ।
১২. বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা সফর, স্কুল পিকনিক, পাথ- ফাইন্ডার প্রোগ্রাম ইত্যাদি সহ-শিক্ষা কার্যক্রম।
১৩. ছাত্র ছাত্রীদের জন্য ক্যান্টিনের মাধ্যমে মান-সম্মত খাবারের ব্যবস্থা।
১৪. সার্বক্ষনিকভাবে সি. সি. ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time