বুক রিভিউ: প্যারাডক্সিক্যাল সাজিদ
বইঃ প্যারাডক্সিক্যাল সাজিদ।
লেখকঃ আরিফ আজাদ।
"প্যারাডক্সিক্যাল সাজিদ" বইটিতে মূলত ইসলাম সম্পর্কিত সকল ভুল ধারণা এবং অবিশ্বাসীদের অযৌক্তিক কথার যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বইটির মূল চরিত্র হল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক মেধাবী ছাত্র সাজিদ যিনি কোরআনের আলোকে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সমৃদ্ধ উত্তর প্রদান করে নাস্তিকদের সকল প্রশ্নের জবাব দিয়েছেন। নাস্তিকরা বিভিন্ন সময়ে নানা ধরণের যুক্তি দিয়ে এই মহাবিশ্বে কোন স্রষ্টার অস্তিত্ব নেই এই কথাটি প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। এই বইটিতে লেখক আরিফ আজাদ খুব সুন্দরভাবে নাস্তিকদের সকল দুর্বল যুক্তিকে মিথ্যা প্রমাণ করেছেন এবং উপযুক্ত ব্যাখ্যা ও তথ্যের সাহায্যে সত্যকে তুলে ধরেছেন।
বইটিতে রয়েছে ইসলাম সম্পর্কিত সকল প্রশ্নের সঠিক উত্তর। কিভাবে অবিশ্বাসীদের কথার প্রেক্ষিতে উপযুক্ত যুক্তি দিয়ে নাস্তিকদের কোণঠাসা করা যায় এবং স্রষ্টার উপস্থিতিকে প্রমাণ করা যায় এবং অবিশ্বাসীদের অন্তরে বিশ্বাসের আলো জ্বালানো যায় এসব জানতে হলে এবং নিজের বিশ্বাসকে আরো দৃঢ় করা যায় জানতে হলে এই বইটি অবশ্যই পড়া উচিত। আমাদের বর্তমান সমাজের তরুণ প্রজন্মের জন্য বইয়ের মূল চরিত্র "সাজিদ" আদর্শ হতে পারে।
বুক রিভিউ: প্যারাডক্সিক্যাল সাজিদ || Tania Akter
Tania Akter is a student of Bangladesh University.