আমার বাবা
অনেক দিন হয় আমার বাবা
গেছেন পরপারে,
বায়না এখন আর ধরি না
আমার বাবার ধারে।
মনে পড়ে আমার বাবা
ছিলেন অনেক ভালো,
আমি ছিলাম বাবার কাছে
তার নয়নের আলো।
ছোট্ট বেলায় বাবার সাথে
যেতাম মামার বাড়ি,
পথের মাঝে বাবা কোলে
নিতেন তাড়াতাড়ি।
কখনো বা কাঁধে নিয়ে
যেতেন বাবা হেটে,
এমনি করে ছোট্ট বেলা
গেছে আমার কেটে।
বাবা আমায় মানুষ করলেন
কোলে পিঠে কোরে,
সে ঋণ বাবার শোধ করিনি
তাকে কোলে ধোরে।
বাবার কাছে থেকে গেলাম
আমি চির ঋণ,
তিনি বাবা, সন্তান আমি
ঋণী চিরদিন।।
চোখের আড়াল গেছেন বাবা
আছেন হৃদয় জুড়ে,
ইচ্ছে করে দেখে আসি
কঠিন মাটি খুঁড়ে।
কবর দেশে কেউ কখনো
যায় না বাবার কাছে,
বাবার দেহ মাটির সঙ্গে
হয়তো মিশে আছে।
আমার দোয়া কবুল করো
আল্লাহ মেহেরবান,
সুখে রেখ আল্লাহ তুমি
আমার বাবার প্রাণ।।
আমার বাবা || Tashrik Alam
Tashrik Alam is a student of class 10 from Chattogram. His hobby is reading books.