মা

  • Poet: Fahad Zakir
  • Category: Poetry
  • Published on: Thursday, Sep 16, 2021

মা' একটি ভাষার নাম, 

যখন প্রথম মুখের বোল ।

মা' একটি মমতার নাম,

একমাত্র আশ্রয় যার কোল ।


মা' একটি নিরাপদ ভুখণ্ড,

যার প্রতি অংশেই নিরাপত্তা ।

মা' মানেই স্বাধীন অখণ্ড,

যাতে নেই পরাধীন স্বত্ত্বা ।


মা' একটি মানচিত্র,

যাতে পুরো সন্তানের সুখভাবনা ।

মা' এক মহান চরিত্র, 

যেথা কলুষতা খুঁজে পাবো না ।


মা' একটি সংবিধান,

পাতা জুড়ে নীতিকথা ।

মা করেন সম্পাদন,

বিচারকার্যে কঠোরতা । 


মা'এক শিক্ষক মহান, 

শিক্ষা সকল মঙ্গলের ।

মা' এক রাস্ট্রপ্রধান,

রক্তচক্ষু সব অমঙ্গলের ।


মা' মানে সহনশক্তি,

নিরঙ্ক যাতনা সহিবার ।

মা' মানে শ্রদ্ধাভক্তি,

সারাক্ষণ মনে জপিবার ।


মা' মানে পাশের বন্ধু,

দুঃখ কিংবা সুখের ক্ষণ ।

মা' মানে বিশাল সিন্ধু,

মমতা বারিতে ভরানো মন ।


মা' মানে ধৈর্য্যের পাহাড়,

জঠরে নেয় কঠিন ভার ।

মা' মানে সহ্যের আকার,

প্রসব বেদনাও মানে হার ।


মা' এক আদর্শ নারী,

আদর্শকে করি কুর্নিশ ।

সন্তানের ভুলেও যায় না ছাড়ি,

 

মঙ্গল চায় অহর্নিশ ।



মা || Fahad Zakir


Fahad Zakir is 
doing his Bachelor in Economics in University of Khulna. He's a student of final year and a book lover.