ওয়েব ফিল্ম রিভিউ: ট্রল

  • Reviewer: Mahbub Rahman
  • Category: Movie Review
  • Published on: Sunday, Sep 12, 2021

ওয়েব ফিল্ম রিভিউ 

নামঃ ট্রল

কাস্টঃ অপূর্ব, তাসনিয়া ফারিন, শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকে

পার্সোনাল রেটিংঃ ৬.৫/১০


কাহিনীটা একদম রিসেন্ট একটা সমস্যাকে কেন্দ্র করে, যেটা বর্তমানে সকলের জন্য একটা মাথাব্যথার কারণ, সাইবার বুলিং আর একইসাথে সাইবার ক্রাইম। কাহিনী নিয়ে আর কোনো স্পয়লার দিব না।


মুভিটা দেখে একটা সাইকো থ্রিলার মুভিই মনে হচ্ছিল। এখন সেই দিক থেকে চিন্তা করলে কোনো আগ্রহই ডিরেক্টর জমায় রাখতে পারেননি। একদম মাঝখানেই বুঝা যাচ্ছিল কাহিনী কীভাবে এগোবে, সবই প্রেডিক্টেবল ছিল।টিপিকাল প্রতিশোধের গল্প বলা যায়, বাংলা সিনেমায় আগে যে ভাই মা বোনের মৃত্যুর প্রতিশোধ নিত সেরকম, এখানে জাস্ট পটভূমিটা আধুনিক।


অপূর্ব এর লুকে আরেকটু চেঞ্জ আনলে ভালো হতো ক্যারেক্টার অনুযায়ী, এই দিক থেকে কাজ করার সুযোগ আছে আরো। তাসনিয়া ফারিনের অভিনয় আমার কাছে কেন যেন বিরক্তিকর লেগেছে,ক্যারেক্টারটার রানিং টাইম অনুযায়ী কাহিনীর সাথে সামঞ্জস্য রেখে তার রোলটাকে আরেকটু কাজে লাগানো যেত। শতাব্দী ওয়াদুদ এর অভিনয় খারাপ ছিল না, কিন্তু আশেপাশের অন্যান্য পুলিশের রোলগুলো খাপছাড়া লেগেছে অনেক, মনে হয়েছে জাস্ট রাখার জন্যই ডিরেক্টর এড করেছেন। অন্যান্য রোলেও যে যার জায়গা থেকে ঠিক ছিল


তবে একটা ইতিবাচক দিক হলো, যেই টাইপ কাহিনীর নাটক বানাইতে বানাইতে ডিরেক্টররা বস্তাপচা হয়ে গেসিল, সেখান থেকে ধীরে ধীরে বের হতে শুরু করেছেন অনেক। রিসেন্ট রিলিজ পাওয়া 'জানোয়ার' এটার প্রমাণ। অগ্রগতি এক দিনে আসবে না, এখন হয়তো সাইকো থ্রিলারটা অত ভালো লাগেনি, তবে শুরু যেহেতু হয়েছে, ভালো কাজ অবশ্যই আসবে। দরকার শুধু দর্শকদের সাপোর্ট আর বিনোদন জগতের মানুষের প্রচেষ্টা।


আসুন আমরা সাইবার বুলিং থেকে বিরত থাকে, অনলাইনে মানুষকে হ্যারাস করা বন্ধ করি। কারণ আমাদের এই ছোট ছোট মজাগুলো কারোর লাইফে বোর ধরনের প্রভাব ফেলতেই পারে!


Happy watching.



ওয়েব ফিল্ম রিভিউ: ট্রল || Mahbub Rahman


Mahbub Rahman is a student of class 12 in Dhaka College, Dhaka. Writing and watching movies are his passions.