আমি হতে চাই

  • Poet: Md Ehsanul Haque Chowdhury
  • Category: Poetry
  • Published on: Sunday, Sep 12, 2021

আমি ঐ জলপাই গাছের পাতা হতে চাই,

দূরন্ত ভ্রমরের সেই পাখা হতে চাই।

আমি ঠিক দুপুরের সেই আলো হতে চাই,

গভীর রাতের ছায়ায় ঘেরা অন্ধকার হতে চাই।

আমি অসহায় পথিকের সঙ্গী হতে চাই,

উড়ন্ত জোনাকির সবুজ আলো হতে চাই।

আমি নজরুলের হাতের ঐ কলম হতে চাই,

জসীম উদ্দীনের নকশীকাঁথার সেই মাঠ হতে চাই।

রবীন্দ্রনাথের ঠোঁটের কোণের ঐ হাসি হতে চাই,

একজন নোবেল বিজয়ীর স্বীকৃতি পেতে চাই।

আমি জাহানারা ইমামের রুমী হতে চাই,

দেশের জন্যে শহীদ হতে চাই।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ হতে চাই,

স্বাধীনতা অর্জনের শক্ত কারণ হতে চাই।

আমি জগদীশ বসুর চিন্তা হতে চাই,

মার্কনীর বেতার হয়ে উড়ে যেতে চাই।

আমি দীনবন্ধুর নীল দর্পণ হতে চাই,

ইংরেজ হয়ে সেই দর্পণের লাল আভা দেখতে চাই।

আমি দূরন্ত বাসের ঐ চাকা হতে চাই,

ঐ স্বপ্নীল তরুণের বুকের রক্ত হতে চাই।

আমি রাস্তায় হেটে যাওয়া তরুণীর স্বাধীনতা হতে চাই,

আমি ঐ অন্ধকার যুবকের কালো হাত হতে চাই।

আমি ঐ মায়ের বুকের তীব্র আর্তনাথ হতে চাই,

ঐ অবুঝ বালকের ফিরে না আসার কারণ হতে চাই।

আমি ঐ ল্যাম্পপোস্টের বাতি হতে চাই,

গহীন রাতে শীতে কাপা ঐ পাঠক হতে চাই।

আমি ঐ শ্রমজীবী বাবার পাথরের সেই হাত হতে চাই,

আমি ঐ কড়া মাইনের শ্বাসক হতে চাই।

আমি অকারণে মৃত্যুবরণ করা বালকের প্রাণ হতে চাই,

আমি সমাজের সম্ভ্রান্ত-শ্রেণীর ঐ কালো হাত হতে চাই।

আমি সকল অন্যায় হতে চাই,

সমস্ত ন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই।

আমি মা বাবার শরীরের ঘাম হতে চাই,

রাজকুমার হয়ে টাকা উড়াতে চাই।

আমি ঐ ছাত্র খোকন হতে চাই,

সবগুলো বিষয়ে আমি পাশ করতে চাই।

আমি অসহায় মেয়েটির ব্যাগে থাকা কয়েন হতে চাই,

আমি সংকোচের সেই মলিন হাত হতে চাই।

নব্য বিবাহিত স্বামী-স্ত্রীর ডিভোর্সের কারণ হতে চাই,

বাবা-মায়ের অটিস্টিক সন্তান হয়ে বড় হতে চাই।

আমি টানাপোড়েনের সেই সংসার হতে চাই,

ভরনপোষণের অজুহাতে ছেড়ে যেতে চাই।

আমি পৃথিবীটাকে পাথরের চোখে দেখতে চাই,

আমিই সমাজের সকল বিভ্রান্তির কারণ হতে চাই।

কিন্তু সব কিছু হবার আগে আমি একজন মানুষ

হতে চাই।

 


আমি হতে চাই || Md Ehsanul Haque Chowdhury


Md Ehsanul Haque Chowdhury is an eighteen-year-old HSC candidate and his college is Saint Joseph Higher Secondary School. He's from from Sylhet, Bangladesh. His school was Jalalabad Cantonment Public School and College.