নারী

  • Poet: Sumi
  • Category: Poetry
  • Published on: Sunday, Sep 5, 2021

আমি যাজ্ঞসেনী, আমি ভূমি কন্যা; আমি আগুন, বৃষ্টি আমি কাঁদামাটি;

আমি শিলা আমি লিপি।

আমি একদিকে রাবণের প্রিয়া; রামচন্দ্র দিতে চায়,

চোখটি তুলে, পা দুটি ছুঁয়ে, বালুকা সাগরতীরে;

স্বপ্নঘেরা পিতার চোখে; দুখিনী পোড়া কন্যা।

আমি ললিত অত্মজা; আমি শীলা।

ফেলে দাও উওরীয় লাগবে না ওটা; থেকো অনুভবে,

এই বার্তা; বলো বলো বলো "প্রিয়"

তোমার "পাঞ্চালী"; হাল কষে পাওয়া, কোন পিতার দুহিতার; আগুন আর মাটি, এই দুই ই তো খাঁটি।

যদি দাও দু হাত ভরে; ঝাঁপ দিবো আমি। তোমার প্রেয়সী যাজ্ঞসেনী; মা মাটির কন্যা সীতা।

হে পার্থ সারথি; তবেই নিবো তোমার ;

উত্তরীও আর রক্ত চন্দন ফোঁটা;

দিও আগুন দিও বাতাস, সাথে সাগর আকাশ।

আগুন তো আমিই, তোমারি যাজ্ঞসেনী 

আমরণ মনে রেখো; এক রঙ বেরঙ ছটা;

একটাই ভোরের কলি ফোটা।

খিলখিল হাসি, সকালের আবীর সূর্য উঠা।



নারী || Sumi



Sumi is a 
2nd year honours student. She loves to write. Her hobby is reading books.