ফেরিঅলা
চাই শাড়ি কাপড়
শাড়ি কাপড় চাই,
হেঁকে যায় ফেরিঅলা
উদরে খিদের আগুন-জ্বলা,
দুপুরে ভর দুপুরে।
আমার একটি কাপড় শুকোচ্ছে রোদ্দুরে,
এখানে অন্ধকার বন্ধু, আমি তাই
লজ্জাকে সলজ্জ হতে দিইনি আজো।
অধিক প্রাচুর্য অমঙ্গল।
কাঁসার বাসন নেবে?
হেঁকে ফেরিঅলা যায়,
কাঁসার থালায়
ঠাকুরদা খেতেন,
সে ছবি স্মৃতির দুর্দিনে
দেখে লাভ নেই এখন
সে স্বপ্ন চোখের দূরবীনে।
আমার একটিই থালা
সস্তা মেলামাইন থালাতে
পিতার সন্তান আমি
আছি তো দুধেভাতে।
একশো টাকার ভাড়া ঘরে বস্তি'র গুহায়
আমার অস্তিত্ব চিৎকার করে
মাঝে মাঝে বলেঃ এটা কী জীবন!
অন্তত একবার হলেও প্রাণের বন্যায়
আমি আলতা মিরাসি।
বলিষ্ঠ জোয়ান যে দুপুর
ফেরি করে অজস্র রোদ্দুর,
দুঃখিনী ঘরের জন্যে আমি
সমস্ত রোদ্দুর কিনে হবো
তার যোগ্য সুখী স্বামী।
ফেরিঅলা || Aysha Zannat
Aysha Zannat is a 3rd year honours student of Mirsarai Degree College, Mirsarai, Chattogram. Her hobby is writing poems.