মা

  • Poet: Tashrik Alam
  • Category: Poetry
  • Published on: Sunday, Sep 5, 2021

আমার মা অসুস্থ, প্রৌঢ়ত্বে কাতর

তবু বিশ্রাম নেই সারাদিন।

ক্লান্তিতে চোখ বুঁজে আসে 

তাও কাজ করে রাতদিন।


সুগার, প্রেশার দুটোই বেড়েছে 

কাজে এসেছে ধীর।

হাটুর ব্যথা, চোখের ব্যথা

থাকে সদা অস্থির।


আগে কাটিয়েছে নির্ঘুম বেলা

কাজের ব্যস্ততাতে।

হাতের কাজের টেবিল ক্লথ গুলো

আছে আলমারিতে।


সারাদিন হাড় ভাঙা পরিশ্রম 

আর সংসার ধর্ম পালন।

রাত জেগে হত হাতের কাজ গুলো

ইচ্ছে করতো পূরণ।


সদা স্থির, ধৈর্য গতিশীল মা

অল্পতেই পায় সুখ

প্রৌঢ়ত্বে এসে শরীর কুলোয় না

এটাই মনের দুখ।


সদা হাস্যোজ্জল বদনখানি

শত কষ্টেও হয় না মলিন।

ক্লান্তি মা'কে রেখেছে ঘিরে 

তবু চাই হাসি যেন হয় না বিলীন।


পরের দুখে কাঁদে যে মা

স্নেহ হৃদয় জুড়ে।

ক্লান্তির ঘুমে নিমগ্ন মা

যায় সারা রাত ভরে।


স্বামী যাবে স্কুল 

ছেলে অফিস পাড়ায়।

এই সায়াহ্নে এসেও মা

সবার নাস্তা বানায়।


আমার মায়ের গুণের কদর

সবার মুখে মুখে।

এমন মায়ের গর্ভে জন্মে

আমরা বাঁচি সুখে।


মা ||
Tashrik Alam


Tashrik Alam is a student of class 10. He lives in Chattogram. His hobby is reading books.