খোকার স্বাধীনতা

  • Poet: Mahbub Rahman
  • Category: Poetry
  • Published on: Sunday, Aug 29, 2021

আমি উন্মাদ আমি পিপাসু
আমার রক্ত চাই, রক্ত দাও।
শকুন পাষণ্ডে ভরা এই দেশ,
মা, দেশকে স্বাধীন করতে দাও।


ওই যে দেখ মা, কে যেনো নামাজ পড়ে।
ওই যে দেখ মা, দেবালয়ে পুজো করে।
সিজদা দিতে তাঁর ঝড়ে পড়লো মাথা,
মূর্তি আকড়ে ধরেছিল পুরোহিত,
শুনলো না তাঁর একটা কোনো কথা!
টেনে চুলের মুঠি ধরে নিয়ে এলো তাঁরে,
শুনলো না তার একটা কোনো কথা!
কেনো এই দেশ মা, বেঁধেছ আঁচলের বাঁধনে,
তবে কি মা তুমি তৃপ্ত হবে হাজারো মায়ের ক্রন্দনে?
আমায় তুমি যেতে দাও মা!


মনে পড়ে সেই খেলার ছলে,
ভাই ডেকেছিল রাখি আমারে।
সেই শকুনের দল, সেই হায়নারা তাকেও ছাড়লো না,
নিথর রক্তাক্ত দেহে বস্ত্রটাও পাওয়া গেলো না।
এখনো কি মা নিশ্চুপ থাকবে
এখনো কি মা আঁচলে বেঁধে রাখবে?
তাহলে
উপরে খোদা নিচে তোমায় সাক্ষী রেখে বলি,
গেলাম মা আমি দেশ স্বাধীন করিতে
অপেক্ষায় থেকো তুমি।
হয়তো মা আসিব ফিরে হয়তো মা আসিব না,

ছেলে আমার শহীদ হয়েছে দুঃখে কাউকে বলো না।


খোকার স্বাধীনতা || Mahbub Rahman


Mahbub Rahman is a student of class 12 in Dhaka College, Dhaka. Writing and reciting poem are his passions.