আর্তনাদ

  • কবি: রাফশান রহমান
  • Category: Poetry
  • Published on: Tuesday, Jul 27, 2021

Winner of the week based on Editors preferences (27th July 2021)


কাজ চাই কাজ চাই
কাজ করতে চাই
বাবা নাই দাদা নাই
আমি অসহায়


হাত ধরি পা ধরি
পড়ি আপনার পায়
আমার একটা কাজ চায়
আপনার কারখানায়


কাজ করি স্বল্প
মাইনে পাই অল্প
কী বলি আর আমার
পরিবারের গল্প


বাড়লো কাজ বাড়লো চাপ
বাড়লোনা মাইনেটা
কাটলো দিন কাটলো রাত
কমলোনা খাটনিটা


একদিন সেই কারখানায়
করছিলাম কাজ
জানতাম কী আর জীবন প্রদীপ
নিভে যাবে আজ


ধরল আগুন পুড়ল সবাই
খুললোনা দরজাটা
কারখানাটা হয়ে গেল
লাশের জেলখানা


পুড়লো সবাই মরলো সবাই
নেই কোনো প্রতিবাদ
কেউ শোনেনি কেউ শোনেনি
আমাদের আর্তনাদ


Short Bio

Rafsan Rahman is a student of class 10. He lives in Rajshahi. Writing stories and poems is one of his hobbies.