মুভি রিভিউ: নেটওয়ার্কের বাইরে
Winner of the week based on Popular Vote (2nd September 2021)
রিভিউ - ওয়েব ফিল্ম : নেটওয়ার্কের বাইরে
ওয়েব প্লাটফর্ম: চরকি
ব্যাক্তিগত রেটিং : ৯/১০
গল্পটা চার বন্ধুকে নিয়ে নির্মিত। মুন্না (খায়রুল বাশার), আবীর (শরীফুল রাজ), রাতুল (ইয়াশ রোহান), সিফাত (জুনায়েদ বুকদাদী) এদের চারজনের লাইফ স্টাইল চার রকম। কেউ নতুন মিউজিক অ্যালবাম বের করতে চাচ্ছে কিন্তু সুর খুঁজে পাচ্ছে না, কেউ রিলেশনশিপে ব্রেকাপের জন্য সুইসাইড করতে আগ্রহী, কেউ ক্লাসের সবথেকে ভালো ছেলে আবার কেউ একজনের নিজের লাইফ নিয়ে কোনো চিন্তাই নেই।
ভার্সিটির পড়াশোনা শেষে এই চার বন্ধু সিদ্ধান্ত নিলো যে তারা কক্সবাজার এবং সেন্টমার্টিন ঘুরে আসবে। এই ভ্রমণকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ, হাসি-তামাশা এবং খুনসুটিকে পরিচালক এমনভাবে উপস্থাপন করেছেন, যেনো মনে হবে প্রতিটি চরিত্রই যথাক্রমে আপনি আর আপনার বন্ধুরা। গল্পে কখন যে হারিয়ে যাবেন নিজেই বুঝতে পারবেন না। ছেলেমানুষী আপনার চিন্তাকে আষ্টেপৃষ্টে আকঁড়ে ধরে থাকবে।
এখনো আসল টুইস্ট বাকি আছে। ট্রেইলার দেখে যদি আপনি এটা ভেবে থাকেন যে শেষটাও হয়তো এত সুন্দর এবং রোমাঞ্চকর হবে, তাহলে আপনি ভূল। আপনার চিন্তাকে ১০০ হাত বিপরীতে নিক্ষেপ করে এক নির্মম বাস্তবকে সামনে নিয়ে আসবে, যা হয়তো আপনাকে কাদাতেও বাধ্য করতে পারে!
শেষ মুহুর্তের টুইস্টটি অনেক ইমোশনাল করে তুলেছিলো আমাকে। ব্যাক্তিগত দু'টো ঘটনা রিলেটেড গল্পটির সাথে। শেয়ার করতে চাইলেও করতে পারবো না কারণ স্পয়লার হয়ে যাবে। অজানাই থাকুক না হয়!
তো কি ছিলো সেই টুইস্ট সেটা জানতে হলে একবার হলেও আপনাকে দেখতে হবে ❝নেটওয়ার্কের বাইরে❞। পুরোই সময় উসুল একটা কন্টেন্ট ছিলো "চরকি" র।
অভিনয় নিয়ে কথা বললে শরীফুল রাজ এবং খায়রুল বাশার সবসময়ের জন্য বেস্ট। ইয়াশ রোহানও অনেক ভালো পারফরম্যান্স করেছে। তবে আরেকজন (জুনায়েদ বুকদাদী) যথেষ্ট ভালোই তুলে ধরেছেন সিফাত চরিত্রটি। খুব একটা আলোচনা হয়না বিধায় আন্ডাররেটেড বলেই আখ্যায়িত করলাম তাকে। পারফরম্যান্স অনুযায়ী আরেকটু ভালো রেসপন্স এবং পাবলিসিটি থাকা উচিৎ ছিলো তার।
সবশেষে এটাই বলবো HIGHLY RECOMMENDED
মুভি রিভিউ: নেটওয়ার্কের বাইরে || Aysha Zannat
Aysha Zannat is a 3rd year honours student of Mirsarai Degree College, Mirsarai, Chattogram. Her hobby is watching movies.