কোথাও কেউ নেই!
কোথাও কেউ নেই!
মো. হাছিবুল বাসার
সেন্ট্রাল মাঠের খেলার সাথি,
বিশ্ববিদ্যালয়ের ব্যাকবেঞ্চ থেকে টিএসসির বারান্দা
সুফিয়া কামাল গণগ্রন্থাগারের বই
শহীদুল্লাহ হল পুকুরের জলের হইচই।
আজকের এই শহরের পথে পথে,
নিজেকে বড় নিঃসঙ্গ মনে হয়।
যেন, কোথাও কেউ নেই!
কার্জন হলের মেঠো পথে মঞ্চায়িত
প্রেমিক-প্রেমিকার হাস্যোজ্জ্বল আভা
মধুর ক্যান্টিনে একসাথে চলা
আর বর্ষায় ফুটবল খেলা,
নিরন্তন পথ চলা লাল বাস
আর কৃষ্ণচূড়া ফুল
কিংবা ক্লাস-পরীক্ষার হেলা,
রক্তিম গোধূলিবেলা।
কোথাও আজ কেউ নেই,
কোথাও কিছু নেই!
যান্ত্রিক শহরের কোলাহল ক্যাম্পাসকে
বারবার ফিরে দেখা হয়,
অজস্র বেনামী পত্রের উপখ্যানে।
সন্ধায় ক্যারাম খেলা, একসাথে টিভি দেখা
শ্যাডোর ফটোকপি করা শিটের সাথে
ভুল করে শাহবাগ থেকে আনা সাদা গোলাপ
কেউ নিবে বলে দাঁড়িয়ে থাকি।
কিন্তু, কোথাও কেউ নেই!
আজ পিছু ফিরে দেখি
নেই কিছু প্রিয় মুখ,
বিরহ ব্যথায় কেঁপে ওঠে বুক।
মাথায় হাত বুলিয়ে দুঃখ ভুলিয়ে দেওয়া সে হাত
আজ পৃথিবীর অসুখে
মুমূর্ষু রোগী হয়ে ছটফট করছে।
সবাই যখন হারিয়ে যাওয়ার মিছিলে ব্যস্ত;
স্বার্থ দেখিয়ে, আপন মানুষগুলোকে ভুলে
শূন্যের উপর দাঁড়িয়ে আমি
বেঁচে থাকার অবলম্বন খুঁজতে হস্তনস্ত।
কিন্তু, চারদিক আজ
নেই আগের মতো,
অন্ধকারের তমসাচ্ছন্ন তন্দ্রায়
যেন মিলিয়ে গেছে।
তাইতো আজ কোথাও কেউ নেই,
হ্যা, কোথাও কেউ নেই!
কোথাও কেউ নেই! || Md. Hasibul Bashar
Md. Hasibul Bashar is a student of Islamic History and Culture department at Dhaka University.