রিভিউঃ ওয়েব সিরিজ

  • Reviewer: Samrat Chowdhury
  • Category: Review
  • Published on: Sunday, Aug 22, 2021

রিভিউঃ Hoichoi এ আসা Ashfaque Nipun পরিচালিত বহুল আলোচিত ওয়েব সিরিজ "মহানগর"।

কি কাহিনী, কি সিনেমাটোগ্রাফি, কি সাউন্ড- সবকিছুতেই দুর্দান্ত! একে একে ৮ টি পর্ব দেখে শেষ করতে আপনার মোটেও বোরিং লাগবে না। রোমাঞ্চ আর টুইস্ট এ ভরপুর ছিল পুরো সিরিজ

আমাদের চারপাশেই প্রতিনিয়ত ঘটে যাওয়া নির্মম সত্য ও কঠিন সিস্টেম এর মারপ্যাঁচ চোখে আংগুল দিয়ে তুলে ধরেছেন পরিচালক। আশফাক নিপুণ সবসময়ই তাঁর সুনিপুণ কাজে ব্যতিক্রম ভাবে একটা মেসেজ দেয়ার চেষ্টা করেন, এই সিরিজেও আপনি তা পাবেন।মাল্টিকাস্টিং এর এই সিরিজে সবাই খুব ভাল করেছেন। অসাধারণ অভিনয়ে মোশাররফ করিম পুরো ফাটিয়ে দিয়েছেন, এই শক্তিশালী অভিনেতাকে কিভাবে ব্যবহার করা উচিত তা আবারও দেখিয়ে দিলেন পরিচালক। আরেকজনের কথা আলাদা করে বলবো, তিনি নাসির ‍উদ্দিন খান। পুরো সিরিজেই তাঁর অভিনয় অনবদ্য। 

আর, Shamol Mawla  এর কথা কি বলব! উনি প্রতিনিয়তই নিজেকে ভেঙেচুরে আলাদা আলাদা সব চরিত্রে হাজির হচ্ছেন। Zakia Bari Mamo  কে ছাড়াও এই সিরিজ জমত না। Mostafizur Noor Imran -ও ছিলেন যথেষ্ট সাবলীল।

এভাবেই আশফাক নিপুণদের হাত ধরে এগিয়ে যাবে বাংলা নাটক ও সিনেমা। একের পর এক ধামাকাদার বাংলা ওয়েব সিরিজে আমরা এর মধ্যেই তার প্রমাণ পেয়েছি, আশা করি সামনেও সে ধারা অব্যাহত থাকবে

 

আর, সিরিজটা যারা দেখবেন তাঁরা প্লিজ আমাকে একটু জানাবেন যে ওসি হারুণকে জয়নাল কানে কানে কি কথা বলেছিল


রিভিউঃ ওয়েব সিরিজ "মহানগর" || Samrat Chowdhury

Samrat Chowdhury is a movie & music lover. He is a student of final year doing his Bachelor's degree in Urban and Regional Planning in CUET.