অসার

  • ইসরাত জাহান আনিলা
  • Category: কবিতা
  • Published on: Monday, Mar 24, 2025

কাপড়ে সহস্র দিন পুরোনো রক্তের দাগের মতো

তোমার স্মৃতি গ্রন্থিতে লেগে থাকে, আমি মাথা নত

করে হাঁটু গেড়ে বসে

অতীত কথার আপসে

খুঁত গুনি।

 

তমসার ভিড়ে শুনি

তোমার গলা,চির পরিচিত ।

আমার গোলকধাঁধা, অনিয়মিত

শহরজুড়ে তোমার নামে বিজ্ঞাপন |

সে নাম যপে রাত্রি যাপন,

আরেকটা দিনের ক্ষয়,

খুঁজেও খুঁজি না নিরাময় |

 

মহাবিস্ফোরণের সময় হতে আমি বসে থাকি;

হাওয়ায় নি:শব্দে আঁকি

আর্তনাদ

আমার সামনে একাকিত্ব কিংবা বিষাদ;

গলা চেপে ধরে

দীর্ঘশ্বাস বের করে

এ সময় অতিক্রান্ত হোক, হোক বেদনার কিংবা অস্তিত্বের ক্ষয়

কিংবা রয়ে যাক এসব বিক্ষিপ্ত চেতনা, আর কোথাও তোমারে পাবো না নিশ্চয় |

 

 

 

অসার || ইসরাত জাহান আনিলা

 

ইসরাত জাহান আনিলা একজন প্রতিভাবান লেখিকা, যিনি সাহিত্যচর্চার মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশ করে চলেছেন। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অনার্স ডিগ্রি অর্জন করছেন। ছোটবেলা থেকেই তার সাহিত্য ও লেখালেখির প্রতি গভীর আগ্রহ ছিল। কবিতা, গল্প ও বিভিন্ন রচনা লেখার মাধ্যমে তিনি তার চিন্তাধারা ও অনুভূতি প্রকাশ করেন। তার লেখাগুলো পাঠকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। ভবিষ্যতে তিনি সাহিত্যজগতে নিজেকে আরও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন এবং তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে পাঠকদের অনুপ্রাণিত করতে চান।