স্মরণীয় মুহূর্ত

  • Author: Odeteyo Nibir
  • Category: Short Story
  • Published on: Sunday, Aug 22, 2021

সংসারে অভাব থাকা সত্ত্বেও বাবা কখনোই আমার পড়ালেখা নিয়ে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করতেন না। প্রতি মাসে বেতন হাতে পেয়ে সংসারের চাহিদা না মিটিয়ে আমার স্কুল ও কোচিং এর বেতন পরিশোধ করতেন। আমার প্রতি ছিল বাবার কড়া নির্দেশ, "যা ইচ্ছা করো, তবে পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রেখো।” সারাদিন অফিস শেষে বাসায় ফিরে বিশ্রামে না যেয়ে ক্লান্ত শরীরে রাত ১১/১২ টা পর্যন্ত বাবা আমার টেবিলের পাশে বসে থাকতেন, যাতে আমি পড়ায় ফাঁকি না দিতে পারি। বাবার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগত। তাই আমি বাবার কথা মতো সবসময় পড়া লেখায় মনোযোগ দিতাম। বাবার সেই কষ্ট সার্থক হয় আমার এসএসসি পরীক্ষায় A+ পাওয়ার মধ্য দিয়ে। যখন জানতে পারলেন আমি এসএসসি পরীক্ষায় A+ পেয়েছি তখন আমাকে জড়িয়ে ধরে অতি আনন্দে বাবার চোখে কান্না চলে এসেছিল। সেই সময়টা আমি ও বাবা আবেগঘন এক মুহূর্ত পার করেছিলাম। বাবার মুখে হাসি ও চোখে ছিল আনন্দের কান্না। সন্তানের সাফল্য একজন বাবাকে যে কতটা গর্বিত করে সেদিন তা উপলব্ধি করতে পেরেছিলাম। পরে বাবা দোকান থেকে মিষ্টি কিনে এনে নিজ হাতে আমাকে খাইয়ে দিয়েছিলেন।

 

জীবনে তো বাবার সাথে কতই সময় অতিবাহিত করেছি, তবে সেইদিনের সেই আবেগঘন মুহূর্তটা আমার কাছে চিরস্মরণীয়।

স্মরণীয় মুহূর্ত || Odeteyo Nibir


Odeteyo Nibir is a student of BAF Shaheen College.