ছবির পরে

  • কবি: আতিক ইশরাক ইমন
  • Category: Poetry
  • Published on: Monday, Jul 19, 2021

কোন একদিন,

একটি ছবি আঁকব আমি

এক গোলাপ ফুলের,

রক্তলাল-গোলাপ।

ছলনাময়ী রমণীর বুকের রক্তের মতই

ভীষণ লাল হবে যা।

' ফোঁটা শিশির বিন্দু থাকবে পাপড়িতে তার,

ব্যর্থ প্রেমিকার চোখের জলের মত টলমলে।

আর ক্যানভাসটা,

ওটা হবে বিষাদে মোড়া দুপুরের মতই-

ধূসর।

সেই বিষাদের ধূসরতাতেই আঁকব

এক রক্তরাঙ্গা গোলাপ-

পূর্ণ যুবতীর মতই প্রস্ফুটিত।

থাকবেনা তাতে কিশোরীর লাজুকতা

অথবা

বৃদ্ধার জড়তা।


হয়তবা,

অনেক চেষ্টার পর কোন একদিন,

সেই গোলাপটা আঁকব আমি।

কামনার উত্তপ্ত রক্তের মতই

লাল হবে সে গোলাপ।

এবং তারপর,

মারা যাব আমি।

সেই গোলাপের মত লাল রক্তে

ভেসে যাব আমি।


সংক্ষিপ্ত বৃত্তান্ত ll আতিক ইশরাক ইমন


ইংলিশের সাথে বিয়ে হলেও বাংলা সাহিত্যের সাথে পরকিয়াটা পুরোদমে চলেছে। বই পড়া, ছবি তোলা, সিনেমা দেখার মত আপাত অপ্রয়োজনীয় কাজে ডুবে থাকতে বেশি ভালো লাগে। পলায়নপ্রবণ।