শৈত্য প্রত্যুষ

  • রবিউল ইসলাম
  • Category: কবিতা
  • Published on: Saturday, Feb 22, 2025

কুহেলির দৃষ্টিতে নিবিড় এক শুভ্রতা। 

হিম হুতাশনে গুপ্ত সুধাকর, 

হরিৎ পল্লবে ধুয়াশা সবুজ পত্র 

প্রভার কিরণে মৃদু বল।

 

ওগো প্রকৃতি, এ তব নব রূপের দর্শন; 

এসে গেলো তবে কি শৈত্য প্রত্যুষ? 

সরষে পুষ্পে অবনি যেন হলুদ অম্বর।

 

রজনীর শিশির যেন কুজ্ঝটিকার ক্রন্দন। 

প্রহেলিকার শরীরে শীতের আড়ষ্টের স্পন্দন ৷ 

ওগো শীত, তব আগমনে বিস্তর প্রফুল্ল এ মাঘ ৷  

অগ্নির ঝংকৃত তাপে,

কিঞ্চিৎ কমেনা তোর শীতল রেশ।

 

হেয়ালি মনে তীব্র বাসনা হইবার পানকৌড়ি 

উলঙ্গ দেহে জড়াতাম শীতল সলিল।

তটিণী-র হিল্লোল নেই গো আর, সেথা সল্প বারি। 

উত্তরী সমীরে দুর্গতের কষ্ট হেরি।

 

গগনে যে ক্ষণে ফুটিয়া ওঠে রবি 

হাসির রেশে ভরিয়া ওঠে আঁখি। 

প্রকৃতির উপমায় এক শৈলী মধূথবর্তিকা৷ 

তবুও শীত যেন এক প্ৰতীক্ষা।

 

 

 

শৈত্য প্রত্যুষ || রবিউল ইসলাম

 

রবিউল ইসলাম একজন প্রতিভাবান লেখক এবং সাহিত্যপ্রেমী, যিনি বাংলা সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রাখেন। তিনি বিশ্বাস করেন যে সাহিত্য মানুষের মনকে জাগ্রত করে এবং সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখে। নিজেকে সাহিত্যিক হিসেবে বিকশিত করতে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন এবং বাংলা সাহিত্যের অগ্রগতি তার জীবনের অন্যতম লক্ষ্য। রবিউল ইসলাম তার লেখনীর মাধ্যমে মানুষের মনোভাব ও সমাজের বিভিন্ন দিক প্রকাশ করার চেষ্টা করেন, যা পাঠকদের জন্য গভীর প্রভাব ফেলে। তার সাহিত্যচর্চা বাংলা সাহিত্যের উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত।

 

 

 

This post of CC is sponsored by- Print World