অপেক্ষা
বইয়ের নাম:অপেক্ষা
লেখক:হুমায়ূন আহমেদ
ধরণ:সমকালীন উপন্যাস
প্রকাশনী:আফসার ব্রাদার্স
মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোনো শুরু নেই।মানুষের জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতরে ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ।কিংবা সকলেই।কিসের অপেক্ষা? 'অপেক্ষা' উপন্যাসটি হুমায়ূন আহমেদের অসাধারণ সৃষ্টি। বলা হয়ে থাকে অপেক্ষার ফল সুমিষ্ট হয়।কিন্তু কখনো কখনো অপেক্ষা জীবনকে করে তোলে অস্বাভাবিক।অপেক্ষা করা খুব কঠিন কিন্তু অপেক্ষা করা উচিত বেঁচে থাকার জন্য,ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য,স্বপ্ন পূরণের জন্য।বইটিতে লেখক অপেক্ষার আসল বাস্তবতা সাবলীলভাবে তুলে ধরেছেন।
কাহিনি সংক্ষেপ: উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুরাইয়া। স্বামী হাসানুজ্জামান এবং পাঁচ বছরের ছেলে ইমনকে নিয়ে সুরাইয়ার পরিবার। একদিন হাসানুজ্জামান অফিসে যাওয়ার পর হারিয়ে যান।অনেক খোঁজাখুজিঁর পরও তাকে পাওয়া যায়না। সুরাইয়া তার ছেলেমেয়েদের নিয়ে ভাইয়ের বাড়িতে থাকতে শুরু করে।অনেক সময় সে হতাশ হয়ে ছেলেমেয়েদের উপর অমানুষিক নির্যাতন করে। কিন্তু সুরাইয়ার দৃঢ় বিশ্বাস তার স্বামী ফিরে আসবে। প্রতিটি মূহুর্তে স্বামীর স্মৃতি মনে করতে থাকে।অপেক্ষা করতে করতে অনেক বছর পার হয়ে যায়। সে মনে করে ইমনের বিয়ের রাতে হাসানুজ্জামান ফিরে আসবেন। উপন্যাসটিতে সুপ্রভার পরিণতি, ইমন ও মিতুর প্রেম এবং সুরাইয়ার ভাইয়ের পরিবারের কাহিনি গল্পের প্রয়োজনে উঠে এসেছে।
বইয়ের ভালো দিক: উপন্যাসের একটি চমৎকার লাইন'মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক।' বইটি হতাশাগ্রস্থ মানুষদের শেখাবে কিভাবে অপেক্ষার মাধ্যমে জীবনকে এগিয়ে নেওয়া যায়।এছাড়াও বইটির কিছু অসাধারণ লাইন সবাইকে মুগ্ধ করবে।শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকদের ধরে রাখার অদ্ভুত ক্ষমতা উপন্যাসটির আছে।
ব্যক্তিগত মতামত: আমার দৃষ্টিতে কোন মানুষ যদি জীবনে শুধুমাত্র একটি বই পড়তে চায় তাহলে তার অপেক্ষা বইটি পড়া উচিত।বইটি পড়ে সে বুঝতে পারবে ভালোবাসার মানুষের প্রতিটি স্মৃতি এবং তার জন্য অপেক্ষার মধ্য দিয়ে কিভাবে বেঁচে থাকা যায়।
আমার রেটিং: ৪.৫/৫।
অপেক্ষা || লিসানি আফরিন
লিসানি আফরিন একজন বই প্রেমিক, যিনি বই পড়তে গভীর ভালোবাসা ও আগ্রহ ধারণ করেন। বই সংগ্রহ করাও তার অন্যতম শখ, যা তাকে আরও বেশি করে সাহিত্য জগতের সাথে যুক্ত করেছে। বই পড়ার পাশাপাশি তার আরেকটি বিশেষ প্রতিভা হলো বইয়ের রিভিউ দেওয়া। তিনি খুব ভালোভাবে বইয়ের রিভিউ করে থাকেন, যা পাঠকদের জন্য তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় হয়ে ওঠে। তার রিভিউয়ের মাধ্যমে বই প্রেমিরা আরও ভালোভাবে পাঠ্য বিষয়বস্তু নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
This post of CC is sponsored by- Print World