অগ্নিশিখা
জিম্মি ছিলাম এক কুচক্রী শাসকের কাছে
আটকে ছিলাম এক চোরাবালির মাঝে।
চোখ থাকতেও ছিলাম অন্ধ
বিবেকের দরজা ছিলো একেবারেই বন্ধ
কত বছর পর হলো আন্দোলন
অবশেষে হলো নবজাগরণ
কিশোর,ছাত্র,জনতা সবাই এলো এগিয়ে
বাঙালিরা বাঁচতে জানে আত্মসম্মান নিয়ে
সংগ্রাম করতে হলো মাথায় পতাকা বেঁধে
আপনজনেরা বুক ভাসালো কেঁদে কেঁদে
বাঙালিরা পারে নিঃস্বার্থভাবে লড়তে
বাঙালিরা পারে হাসিমুখে মরতে
বাঙালিরা পারে নতুন করে দেশ গড়তে
বিশ্ববাসী দেখলো বাঙ্গালিদের চোখ থেকে পারে অঙ্গার ঝরতে
উঠলো নতুন দিনের সূর্য
দেশকে সংস্কারের জন্য প্রয়োজন সততা,নিষ্ঠা, ধৈর্য্য
এক ভয়ংকর অভিশাপ থেকে পেয়েছি মুক্তি
দেশকে সুপ্রতিষ্ঠিত করতে হলে দরকার সম্মিলিত শক্তি
এই বিপ্লব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে থাকবে লিখা
ঘরে ঘরে জ্বলছে দেশপ্রেমের অগ্নিশিখা।
অগ্নিশিখা || কাশফিয়া নাহিয়ান
কাশফিয়া নাহিয়ান একজন প্রতিভাবান লেখিকা এবং সাহিত্যপ্রেমী, যিনি ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। লেখালেখি তার একান্ত প্যশন এবং তিনি তার লেখনীর মাধ্যমে নিজেকে এবং বাংলা সাহিত্যের অগ্রগতিকে আরও সমৃদ্ধ করতে চান। তার সাহিত্যের প্রতি ভালোবাসা এবং গবেষণার প্রতি গভীর আগ্রহ তাকে ২০২৪ সালে "সাহিত্য পুরস্কার" প্রদান করেছে। কাশফিয়া নাহিয়ান বিশ্বাস করেন যে সাহিত্যের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, এবং তিনি তার কাজের মাধ্যমে বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশের জন্য নিরন্তর কাজ করে চলেছেন।
This post of CC is sponsored by- Print World