দেখিনি সেদিন, শুনিনি সেদিন

  • ফরহাদ রেজা
  • Category: কবিতা
  • Published on: Friday, Feb 21, 2025

“দেখিনি সেদিন মুখরিত স্লোগান,

রাষ্ট্রভাষা বাংলা চাই

আমার ভাষা তোমার ভাষা,

আ-মরি বাংলা ভাষা......(পঙক্তি১)

 

দেখিনি সেদিন রক্তাক্ত রাজপথ,

ভাষার দাবীতে সোচ্চার জাতি

ঊর্ধ্বপাণে মুষ্টিবদ্ধ হাতের সারি,

গগন বিদারী কম্পিত বজ্রকণ্ঠ......(পঙক্তি২)

 

দেখিনি সেদিন সালাম  রফিক,

জাতির অগ্রজ সন্তান

মায়ের গর্ভের সহোদর ভাই,

বীর সেনানী কতিপয়

যুবক.........(পঙক্তি৩)

 

দেখিনি সেদিন বরকত জব্বার,

অকুতোভয় ছাত্রনেতা

বুকের তাজা রক্তে ভেজা,

বুলেটবিদ্ধ অমর লাশ..............(পঙক্তি৪)

 

দেখিনি সেদিন একুশের প্রভাত,

বায়ান্নর আন্দোলনের জোয়ার

পিচ ঢালা তপ্ত রাজপথে,

সারি সারি

মিছিলের শাণিত হুঙ্কার.........(পঙক্তি৫)

 

দেখিনি সেদিন রাজপথ  কাঁপানো,

বাংলা মায়ের নাড়িছেঁড়া ধন

সালাম, রফিক, বরকত, জব্বার

লও লও লও সালাম...............(পঙক্তি৬)

 

দেখিনি সেদিন গর্জে  ওঠা রাইফেল,

হায়েনাদের  হিংস্র মুখাবয়ব

মুখে উর্দু ভাষার খিস্তি-খেওর,

হাতে উদ্ধত নোংরা যন্ত্রদানব.........(পঙক্তি৭)

 

দেখিনি সেদিন যৌক্তিক মিছিলে,

অযৌক্তিক অযাচিত হস্তক্ষেপ

রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার নামে,

জঘন্য পৈশাচিক হত্যাযজ্ঞ...............(পঙক্তি৮)

 

  দেখিনি সেদিন উর্দুকে  হটিয়ে,

মুখের ভাষা বাংলার জয়

পরাজয়ে যেন ডরেনা বীর,

অদম্য সাহস আর ত্যাগের

মহিমা............(পঙক্তি৯)

 

দেখিনি সেদিন বুকের  তাজা রক্তে,

চুপচুপে শার্ট  ঊর্ধ্বগগনে

পতপত করে উড়ছে ঠিক যেন,

একুশে বর্ণমালার লাল লেলিহান

শিখা......(পঙক্তি১০)

 

দেখিনি সেদিন একুশের ঝড়,

মাতৃভাষা বাংলার জন্য

জীবনের মায়া ত্যাগ করা,

দাবী আদায়ের লক্ষ্যে জাগ্রত

বাঙ্গালী............(পঙক্তি১১)

 

দেখিনি সেদিন কামান গোলার,

তোয়াক্কা না করা বীরযোদ্ধা

যায় যাক তব প্রাণ,

বাংলা ভাষা যেন হোক চির

অম্লান............(পঙক্তি১২)

 

শুনিনি সেদিন আমাদের দাবী,

মানতে হবে মানতে হবে  মেনে নাও

নইলে গদি ছাড়তে হবে,

ছাড়তে  হবে ছেড়ে দাও............(পঙক্তি১৩)

 

শুনিনি সেদিন ইয়াহিয়ার হুঙ্কার,

উর্দুই হবে একমাত্র  রাষ্ট্রভাষা

লক্ষ কোটি বাঙ্গালীর প্রাণে,

প্রতিশোধের শাণিত হাতিয়ার............(পঙক্তি১৪)

 

শুনিনি সেদিন কামান  বুলেটের,

রাজপথ কাঁপানো  প্রকম্পিত আওয়াজ

১৪৪ ধারা ভঙ্গ করে,

মাতৃভাষা রক্ষা করার দীপ্ত প্রতিরোধ...............(পঙক্তি১৫)

 

এ রকম দেখিনি কিছুই,

শুনিনি কিছুই

শুধু জেনেছি ইতিহাস,

বইয়ের  পাতা যেন কালের নীরব সাক্ষী............(পঙক্তি১৬)

 

ইতিহাস পড়েছি ইতিহাস জেনেছি,

পড়তে পড়তে জানতে জানতে

কখনো বা মনে হয়, আরে,

আমি-ই তো সালাম রফিক বরকত

জব্বার............(পঙক্তি১৭)

 

কিন্তু না, আমি আদতে আমি-ই,

সালাম রফিক বরকত কেউ নই

হতে পারি তাদের উত্তরসূরি,

যার দায়িত্বভার অনেক গুরু...............(পঙক্তি১৮)

 

 সালাম রফিক আমাদের জন্য,

দিয়ে গেছেন যে অনন্য অর্জন

তার ধারক বাহক আজ আমরা,

পারবো  তো এ গুরুভার বহন করতে?.........(পঙক্তি১৯)

 

পারবো না কেন! পারতেই হবে,

কারণ তাদের রক্ত তো আমাদের-ই দেহে

তাইতো মাতৃভাষা বাংলার কেতন উড়িয়ে,

আজ আমরা ভাষা রক্ষার অতন্দ্র প্রহরী………”(পঙক্তি২০)

 

 

 

দেখিনি সেদিন, শুনিনি সেদিন || ফরহাদ রেজা

 

ফরহাদ রেজা মুলুত একজন প্রতিভাবান লেখক, যিনি কবিতা, ছোটগল্প, উপন্যাস ইত্যাদি রচনা করেছেন। বই পড়তে তার বিশেষ আগ্রহ এবং অবসর সময় বই পড়েই অতিবাহিত করেন। ভাষার মাস 'একুশে'র প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে, এবং এই উপলক্ষে তিনি শহীদ ভাষা সৈনিকদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা রচনা করেন। তার লেখা সমাজের বিভিন্ন দিককে সুন্দরভাবে প্রকাশ করে, যা পাঠকদের মনকে স্পর্শ করে।

 

 

This post of CC is sponsored by- Print World