নতুন বিপ্লব
তোমরা যদি আমাদের অধিকার আদায়ের দাবিকে পদদলিত কর,
আমরা তবু ক্ষান্ত হবো না।
যদি জনতার সংগ্রাম মিছিলে গুলি ছুড়ো
তবু জেনো কখনো পিছপা হবো না,
ক্ষুধার্ত-নিপীড়িত মানুষেরা আজ জেগেছে,
এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছে রাজপথে।
সে দাবি পৃথিবীতে শুধু বাঁচবার অধিকার।
আমাদের সংগ্রাম শুধু স্বৈরাচার নয়,
পনেরো কোটি মানুষের হাড় দিয়ে যারা;
গড়ে তোলে ইমারত,বিলাসী পুঁজিপতি যারা;
তাদের নামাবো নিচে,টেনে নিবো শোষিতার মিছিলে।
বনবাস দিবো সেই সব কোটিপতি হায়েনাদের,
যাদের মুখে মানুষের রক্ত শরাব হয়ে যায় ;
যাদের ক্ষমতার দম্ভে মাটি থরথর করে কাঁপে।
পশ্চিমা শোষক তাড়িয়ে বাঙ্গালি শোষক গড়বো না।
জনতার সাথে মিশে জনতার মুক্তির কথা বলবো।
তোমরা বাধা দিও, কেড়ে নিও আমার আজাদী ;
আমি জনতার সঙ্গে মিশে গিয়ে তোমাদের মুখে আগুন জ্বালাবো।
তোমরা কোপানির্কাসের মতো, ব্রুনো ও সক্রেটিসের মতো শাস্তি দাও,
তবুও আমি সত্য প্রতিষ্ঠা করে যাবো।
তোমরা আমায় বাকরুদ্ধ করে দিলে,
জনতার বুকে বুক রেখে আমি হৃদয়ের কথা হৃদয়ে জ্বালাবো।
তোমরা আমার কলম কেড়ে নিলে,
আমি লাঙ্গলের ফলাকে কলম বানিয়ে ;
আমার বুকের তাজা রক্তের কালি নিয়ে, নতুন বিপ্লবের আগুন ঝরাবো।
নতুন বিপ্লব || নাদিম মাহমুদ
নাদিম মাহমুদ একজন উদীয়মান লেখক, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছেন। বই পড়া এবং বই সংগ্রহ করা তার শখ এবং তিনি সাহিত্যের প্রতি গভীর আগ্রহী। পাশাপাশি, তিনি বিশ্বের নানা জায়গায় ভ্রমণ করতে পছন্দ করেন, যা তার রচনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং প্রেরণা দেয়। লেখার প্রতি তার ভালোবাসা তাকে সাহিত্য জগতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান পেতে সাহায্য করছে।
This post of CC is sponsored by- Print World