মেঘদূত
বৃষ্টিস্নাত সকাল
মেঘাচ্ছন্ন বিকেল,
আর এক মেঘবালিকার গল্প।
তোর মন খারাপ হলে আমাকে টেলিপ্যাথী করিস
আমি ছুটে তোর কাছে চলে যাবো।।
রঙিন প্রজাপতি আকাঁ ছাতা টা নিবো,
তোর কাছে গিয়ে আড়ষ্ট হয়ে হাত বাড়িয়ে দিবো।
প্রথমবার তোর কাছে কিছু প্রার্থনা করবো,
আমার সাথে শহর টা ঘুরবি?
একই ছাতার নিচে দুইজন গুটি গুটি পায়ে,
আমি তোকে স্বপ্ন রাজ্যে নিয়ে যাবো।
তুই দেখবি মেঘের উপর মেঘ জমেছে
আমি তোকে মেঘ ছুঁইয়ে দিবো।
ঠিক সন্ধ্যা নামার আগে
আমি হাওয়ায় মিলিয়ে যাবো
আমি তোর স্বপ্নের মতো হতে চাই।
তোর ডায়েরির পাতায় লিখা অনুভূতি হতে চাই,
আমি তোর কল্পনা হতে চাই,
অবশেষে তোর বাস্তবতা ও।
তোকে আমি আমার মেঘদূত বানাতে চাই,
মেঘেদের খবর দিবি আমায়।
মেঘদূত || অন্বিতা ঘোষ
অন্বিতা ঘোষ বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে ৩য় বর্ষে পড়াশোনা করছেন। তার গল্প লেখার প্রতি আগ্রহ তার বন্ধুদের থেকেই এসেছে, যারা তাকে বিভিন্ন সময় উৎসাহিত করেছে। সাহিত্য নিয়ে তার আগ্রহ তাকে সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে গল্প লেখার দিকে নিয়ে গেছে, যা তার চিন্তা ও অনুভূতির প্রতিফলন।
This post of CC is sponsored by- Print World