যদি তুমি হও মোনালিসা
যদি তুমি হও মোনালিসা || এ কে রুহুল আমিন
এ কে রুহুল আমিন একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক, যিনি সংগীত জগতের একজন পরিচিত মুখ। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সংগীত শিক্ষা দেন এবং সংগীত শিক্ষক হিসেবেও শিক্ষকতা করেছেন। তার সংগীতের প্রতি ভালোবাসা তাকে তার নিজস্ব YouTube চ্যানেলে নিয়মিত সংগীত আপলোড করার সুযোগ করে দিয়েছে, যেখানে তিনি তার শিল্পী সত্ত্বাকে সবার কাছে তুলে ধরেন।
This post of CC is sponsored by- Print World