জীবন যেখানে যেমন
জীবন যেখানে যেমন || আমানুর রহমান
আমি একজন ছাত্র। আমি হাবিবউল্লাহ বাহার ইউনিভার্সিটি থেকে ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর করছি। আমি বই পড়তে খুব পছন্দ করি। বইয়ের সাথে রয়েছে আমার এক নিবিড় সম্পর্ক। এছাড়াও মুভি দেখতেও আমার খুব ভালো লাগে। অবসর সময়ে আমি কবিতা, ছোট গল্প লিখি এবং বুক রিভিউ-মুভি রিভিউ করে থাকি। ঘুরাঘুরি করতে এবং বাস্তবিক ছবি ফ্রেম বন্ধি করতেও খুব ভালো লাগে।
This post of CC is sponsored by- Print World