আমার আকাঙ্ক্ষা
আমার আকাঙ্ক্ষা অনেক বেশি -
আমি চেয়েছিলাম সে শীতল বাতাস হোক -
আমার অশান্ত মনের সমুদ্রে সে নৌকার পাল হোক।
আমার হৃদপিণ্ডের প্রেসমেকার হোক,
স্বার্থপর পৃথিবীর বাতাস যখন আমার জন্য নিষিদ্ধ হবে -
সে আমার হৃদয়ের কম্পন তুলক।
আমার আকাঙ্ক্ষা অনেক বেশি -
আমি চেয়েছিলাম আমার মনের প্রাসাদে সে সম্রাট হোক,
আমার কল্পনার ঘুমন্তরাজ্যের রাজকুমার হয়ে আমার সহস্র বছরের নিদ্রা ভাঙ্গুক।
ভালোবাসার অভাবে আমার প্রাণভোমরা যখন তলানিতে ঠেকবে-
সে আমার আমার প্রেমের পূজারী হোক।
বিনিময়ে আমি তাকে প্রেম দিলাম , ভালোবাসা দিলাম
তার প্রেমের মরীচিকার লুভে-
আমার জীবনের সবটুকু আলো দিয়ে তাকে জ্বালিয়ে রাখলাম ।
সেও আমার সব আকাঙ্ক্ষা পূরণ করলো, অন্য কারোর প্রেমিক হলো -
সে সম্রাট হলো, ঘুমন্তরাজ্যের রাজকুমার হলো -
কিন্তু আমার প্রাণভোমরা পায়ে পিষে-
সে আজ অন্য কারো নিদ্রা ভাঙ্গলো।
সে আজ অন্য কারোর ব্যক্তিগত পুরুষ হলো!!!
আমার আকাঙ্ক্ষা || মোছা: ফেরদৌসী জান্নাত আফরোজা
মোছা: ফেরদৌসী জান্নাত আফরোজা মূলত একজন শিক্ষার্থী, তবে তার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে এক সৃজনশীল আত্মা। লেখালেখি ও চিত্রাঙ্কন তার ভালোবাসার জায়গা, যেখানে তিনি নিজের চিন্তা ও কল্পনাকে রঙ ও শব্দের ছোঁয়ায় ফুটিয়ে তোলেন। শখের বসে মাঝে মাঝে তিনি গল্প, কবিতা বা অন্যান্য লেখনি রচনা করেন, যা তার অনুভূতি ও কল্পনার প্রতিচ্ছবি। মৌলভীবাজার জেলার এই প্রতিভাবান তরুণী ভবিষ্যতে একজন সফল লেখক হতে চান। তার লক্ষ্য লেখার মাধ্যমে মানুষের মন ছুঁয়ে যাওয়া, ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করা। লেখালেখি ও চিত্রাঙ্কনের প্রতি তার ভালোবাসা তাকে সৃষ্টিশীলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি শব্দ ও রং এক নতুন গল্পের জন্ম দেয়। ফেরদৌসী জান্নাত আফরোজা স্বপ্ন দেখেন একদিন তার লেখা পাঠকদের অনুপ্রাণিত করবে, চিন্তার নতুন দ্বার উন্মোচন করবে এবং সাহিত্য জগতে তিনি নিজস্ব ছাপ রেখে যেতে পারবেন।
This post of CC is sponsored by- Print World