তখন ছিলাম নিখাদ বিশুদ্ধ

  • নিহিলা আক্তার রশ্নি
  • Category: কবিতা আবৃত্তি
  • Published on: Monday, Jan 20, 2025

তখন  ছিলাম নিখাদ বিশুদ্ধ || নিহিলা আক্তার রশ্নি


নিহিলা আক্তার রশ্নি একজন উদ্যমী ও প্রতিভাবান কিশোরী, যার মনন জুড়ে রয়েছে কবিতা, বই ও ভ্রমণের প্রতি গভীর ভালোবাসা। নারায়ণগঞ্জ জেলা পরিষদকে ঠিকানা হিসেবে জানলেও, তার মন সবসময় ঘুরে বেড়ায় নতুন নতুন জ্ঞানের জগতে। তিনি কবিতা আবৃত্তি করতে দারুণ ভালোবাসেন। আবৃত্তির প্রতিটি শব্দ, ছন্দ ও আবেগের মাধ্যমে তিনি জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করেন। বই পড়া তার আরেকটি নেশা, যা তাকে নতুন নতুন জগতের সন্ধান দেয়। শুধু পড়াতেই নয়, বই সংগ্রহ করতেও তিনি ভীষণ আগ্রহী, যেন জ্ঞানের ভাণ্ডারকে নিজের কাছেই ধরে রাখতে পারেন। ভ্রমণ তার আরেকটি প্রিয় বিষয়। নতুন জায়গা দেখা, প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করা এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানা—এসবের মধ্যেই নিহিলা খুঁজে পান আনন্দ ও অনুপ্রেরণা। অবসর সময়ে তিনি বইয়ের পাতায় ডুবে থাকেন, যেখানে তিনি খুঁজে পান অজানা গল্প, নতুন জগৎ এবং অফুরন্ত কল্পনার রাজ্য।
 



                                                                                                                                                           This post of CC is sponsored by- Print World