শীতের সকাল
শীতের সকাল,
বয়ে চলা নদীর দিগন্ত মুছে যায় ঘন কুয়াশায়। জনশূন্য সকালে জেলেরা যেনো শতবর্ষী বটগাছ,নিশ্চুপ!
নিশ্চুপ জলতরঙ্গে বৈঠা ঘুটিয়ে কুয়াশা ধরে চলতে থাকে জেলে। নিশ্চুপ! মনে হচ্ছে মাছের সাথে তার ভীষন ভাব।জেলে তাকিয়ে আছে নিশ্চুপ জলে, মাছেরা যেনো তার কাছে নিঃসংকোচে ধরা দিচ্ছে।
দৃষ্টি সরাতেই জেলে মিলে যায় কুয়াশায়। নিশ্চুপ! জেলে আসে মাছের সাথে চলছে আলাপ, আবার মিলে যায় কুয়াশার চাদরে...
সম্ভবত শীতের সকাল সবচেয়ে সুন্দর...
শীতের সকাল || Iftakharul I. MUNNA
Iftakharul I. Munna is an enthusiastic hobbyist photographer who finds joy in capturing the world’s natural beauty through his lens. Though not a professional, he skillfully preserves the captivating scenes he witnesses, creating timeless memories with his camera. His photography reflects his passion for nature and his unique perspective on the world around him.