শিক্ষক

  • লেখক: সাদিয়া তাসনিম
  • Category: কবিতা
  • Published on: Tuesday, Nov 12, 2024

শিক্ষক তো মহাগুরু 

জাতি গড়ার কারিগর ,

একতা নিষ্ঠার সাথে 

দায়িত্ব পালন করে জীবনভর ।

 

হাজার হাজার কলি ফোটানোর 

অঙ্গীকার নিয়ে শিক্ষাঙ্গনে আসে ,

আলো বার্তা নিয়ে 

সমাজের অন্ধকার দূর করতে ।

 

শিক্ষক হলো 

সেই কারিগর -

যিনি কয়লার খনি থেকে 

হাজার হাজার দেশরত্ন গড়েন।

 

আদর স্নেহ ভালবাসায় 

বিদ্যা শিক্ষা পায়,

তাই শিক্ষককে 

জীবনভর শ্রদ্ধা জানিয়ে যায়।

 

শিক্ষক তো মহান গুরু 

তার কাছে আছে ,

বিশ্বসেরা জ্ঞানের ভান্ডার

নিঃস্বার্থে দান করেছে আমাদের মাঝে।

 

শিক্ষক তো জাতির কান্ডারী 

তার অবদান ভুলবে না জাতি,

শিক্ষককে মনে রাখবে

জীবনভর শ্রদ্ধা জানাবে জাতি।

 

 

 

শিক্ষক || সাদিয়া তাসনিম

 

সাদিয়া তাসনিম একজন লেখিকা। শখের বশে তিনি কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি রচনা করে থাকেন। তিনি সময় পেলেই বই পড়তে ভালোবাসেন। এছাড়াও বই সংগ্রহ করা তার অন্যতম নেশা। তিনি প্রচুর ভ্রমণ করতেও পছন্দ করেন।